• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

১৭ হাজার পরিবার পাচ্ছে ৫ কেজি চাল ও ২ কেজি ডাল

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ছুটির সময় কর্মহীন হয়ে পড়া প্রান্তিক মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম মহানগরীতে দুই হাজার এবং ১৫টি উপজেলায় ১৫ হাজার দরিদ্র পরিবারসহ মোট ১৭ হাজার পরিবারকে শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে এই কাজ শুরু হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম মহানগরীতে এই খাবার দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে "বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া" কর্মসূচি। প্রতি পরিবার পাচ্ছেন ৫ কেজি চাল ও ২ কেজি ডাল। চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা দরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা দিয়ে আসবেন। আর উপজেলা পর্যায়ে তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা দেবেন।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহরে দুই হাজার পরিবার এবং উপজেলা পর্যায়ে ১৫ হাজার দরিদ্র ও কর্মহীন মানুষকে এই খাবার দেওয়া হবে। প্রতিজনকে ৫ কেজি চাল ও ২ কেজি ডাল দেয়া হবে। প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল পর্যন্তত এই কার্যক্রম চলবে। সরকার যদি ছুটি বাড়ায় তাহলে আমাদের কার্যক্রমও বাড়বে।’

তিনি বলেন, শনিবার থেকে আমরা এক হাজার খাবার প্যাকটে নিয়ে বের হবো; যেখানে কর্মহীন-দিনমজুর মানুষ পাবো তাদেরকে সেখানেই বিতরন করা হবে। বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে এই খাবার দেয়া হবে।

কামাল হোসেন বলছেন, এই কার্যক্রমের বাইরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা ২০ টন চাল বরাদ্দ দিয়েছি; তারা অন্য ভোগ্যপণ্য যোগ করে খাবার সরবরাহ দিবে। চট্টগ্রামে একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সে জন্যে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২ হাজার, উত্তর চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার ৩০০, সীতাকুন্ডে ১ হাজার ২০০, ফটিকছড়িতে ১ হাজার ৭০০, রাউজানে ৮০০, রাঙ্গুনিয়ায় ১ হাজার, হাটহাজারীতে ৮০০ পরিবারকে ১০ কেজি চালের পাশাপাশি ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে ৫৫০, পটিয়ায় ৯০০, আনোয়ারায় ৮০০, চন্দনাইশে ৭০০, লোহাগাড়ায় ১ হাজার, সাতকানিয়ায় ১ হাজার, বাঁশখালীতে ১ হাজার ৪০০, সন্দ্বীপে ১ হাজার ৫০০, কর্ণফুলীতে ৩৫০টি পরিবারও চট্টগ্রাম জেলা প্রশাসনের এসব সহায়তা পাচ্ছেন।

বরগুনার আলো