• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরগুনার আলো
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

জাপানের আদলে ঢাকায় হবে শিশু ট্রাফিক পার্ক

বরগুনার আলো

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

জাপানের আদলে ঢাকায় শিশুদের জন্য ট্রাফিক পার্ক নির্মাণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই পার্কে নতুন প্রজন্মকে শৈশব থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলতে হাতে-কলমে শেখানো হবে সড়কে চলাচলের নিয়ম। শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও পার্কে ট্রাফিক আইন বিষয়ে সচেতন করা হবে।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। উন্নয়ন অংশীদার জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও ডিএমপির যৌথ উদ্যোগে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত উদ্যোগের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে যুগ্ম কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জাইকা দুই বছর ধরে ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ডাটা সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করছে। সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা ও রাস্তা ব্যবহারে ট্রাফিক আইন প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাইকা-ডিএমপি যৌথ উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন স্কুল-কলেজ, কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিশুদের সচেতন করতে কাজ চলছে। এর অংশ হিসেবে শিশুরা যেন ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কীভাবে চলতে হয়, সে বিষয়গুলোর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারে, সে জন্য ঢাকার বিভিন্ন স্থানে শিশু ট্রাফিক পার্ক তৈরি করা হবে।

পুলিশ কর্মকর্তা বলেন, জাইকার সহযোগিতায় ডাটা বিশ্লেষণ করে যানজট কোথায় হচ্ছে, কোথায় দুর্ঘটনা বেশি হচ্ছে– এই স্পটগুলো নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়িচালক, পথচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ট্রাফিক আইন ও শৃঙ্খলা বিষয়ে সচেতন করে তুলতে ইতোমধ্যে মোহাম্মদপুরে ‘ট্রাফিক এডুকেশন রিসার্চ সেন্টার’ স্থাপন করা হয়েছে। এখানে পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের ৩০ থেকে ৪৫ মিনিটের সেশনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রাফিক সিগন্যাল অটোমেশনে দুই সিটির সঙ্গে শিগগির কাজ শুরু হবে।

বরগুনার আলো