• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরগুনার আলো
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

ট্রেড লাইসেন্সের অভিন্ন আবেদনপত্র নির্ধারণ হচ্ছে

বরগুনার আলো

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২  

ব্যবসা সহজীকরণে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য ট্রেড লাইসেন্সের অভিন্ন ও নির্ধারিত আবেদনপত্র, অভিন্ন ট্রেড লাইসেন্স ফরম্যাট এবং আবেদন মঞ্জুরের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সুনির্দিষ্ট চেকলিস্ট চূড়ান্ত করছে সরকার। গত মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক কর্মশালায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সেবা সহজীকরণের জন্য সব সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জন্য ট্রেড লাইসেন্সের অভিন্ন ও নির্ধারিত সমন্বিত আবেদনপত্র, অভিন্ন ট্রেড লাইসেন্স ফরম্যাট এবং আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সুনির্দিষ্ট চেকলিস্ট চূড়ান্তকরণে স্বার্থসংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ব্যবসাকে সহজীকরণে সারা দেশের ট্রেড লাইসেন্সের অভিন্ন ফরম্যাট ও চেক লিস্ট চূড়ান্তকরণের জন্য স্বার্থ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন ধরনের সনদ (লাইসেন্স), রেজিস্ট্রেশনের মেয়াদ ৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে ৫ বছর নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৫ বছর এই রেজিস্ট্রেশন বহাল থাকবে।

বরগুনার আলো