• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরগুনার আলো
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে সরকার

বরিশালে হারানো মোবাইল ফিরে পেলেন ৫২ জন

বরগুনার আলো

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

ঈদের আগে নিজের হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়ে যেন ঈদের আনন্দই পেলেন গৌরনদীর আশুকাঠী থেকে আগত আয়েশা বেগম। বললেন, আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রিয়জনের ছবি ছিলো এই মোবাইল ফোনে। তিনি বরিশাল পুলিশকে ধন্যবাদ জানান। শুধু আয়েশা একা নয়, লিমন, হাসান, শরীফাসহ প্রায় অর্ধশতাধিক ফোন হারানো মানুষের সমাগম হয়েছিল বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে।

১ এপ্রিল সকালে এখানে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধারকৃত প্রায় অর্ধশতাধিক (৫২ টি) মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় । এ নিয়ে গত ছয়মাসে প্রায় চারশ ফোন উদ্ধার ও হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল  ফোনগুলো যথাযথ মালিকের হাতেই তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

বরিশাল জেলা পুলিশ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এসময়  অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এতে জানা গেছে, গেলো বছরের ডিসেম্বরে জেলা পুলিশের ১০টি থানা এলাকা থেকে চুরি যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিট কর্তৃক গঠিত চৌকস টিম।

তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো এবং চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরীর পরিপ্রেক্ষিতে গত ৬ মাসে ৩৫০ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে  এবং এ সংক্রান্ত ৮টি মামলা চলমান রয়েছে।

পুলিশ সুপার বলেন, গত এক মাসে আমাদের চৌকস টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। যা আজ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হলো।
অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয়ে অন্য জেলায় চলে গিয়েছিলো, যা উদ্ধার করতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে বলে জানান ওয়াহিদুল ইসলাম। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশের কঠিন দায়িত্ববোধ ও সচেতনতা বোধ চর্চার ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিট নিয়ে গঠিত চৌকস টিম গত ০১ মাসে বরিশাল জেলার ১০টি থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫২ টি মোবাইল ফোন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মোবাইল ফোন  প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার  রেজওয়ান আহমেদ। তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ভালোভাবে যাচাই- বাছাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

বরগুনার আলো