• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

লবণের গুজব জগন্নাথপুরেও, চলছে মাইকিং

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

লবণের দাম বেড়েছে এমন গুজবে সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্বত্রজুড়ে ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যার পর পরই জনসাধারণকে লবণের দাম বেড়েছে এমন গুজবে আগেই ভাগেই কিনতে দোকানগুলোতে উপচে পড়েন ক্রেতারা। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে অধিকাংশ দোকানেই লবণের সংকট দেখা দিয়েছে। এদিকে জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে লবণ কেনার হিড়িক পড়েছে বলে খবর পাওয়া গেছে।

জনসচেতনতার জন্য রাত ১১টার দিকে গুজবে কান না দিতে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর পরই চারদিকেই ছড়িয়ে পড়ে পেঁয়াজের পর লবণের দাম বেড়ে গেছে। এমন খবর কোথায় শুনছেন, জানতে চাইলে জনসাধারণ জানান, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে লবণ বেশি দামে বিক্রি হচ্ছে বলে শুনা যাচ্ছে। তাই পেঁয়াজের দামের মতো লবণ বেশি দামে কিনার আগেই অনেকেই ৫ থেকে ১০ কেজি করে লবণ কিনে নিচ্ছেন বাড়িতে। 

এদিকে অনেক দোকানি ক্রেতার ঢল সামলাতে হিমশিম পোহাতে হয়। কেউ কেউ দোকান বন্ধ করে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, হঠাৎ করে শুনি লবণের দাম বেড়ে গেছে। তাই বেশি দামে কেনার ভয়ে এক সঙ্গে ১০ কেজি লবণ কিনেছি। তবে ন্যায় দামেই কিনেছি। বাড়তি দাম রাখা হয়নি।

জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারের লবণ ব্যবসায়ী সুধন্য পাল জানান, সন্ধ্যার পর থেকেই লবণ কেনার জন্য লোকজন দোকানে ভিড় করেন। কেউ বলছেন, আমাকে ১ কেজি লবণ দাও, আবার আরেকজন বলেন আমাকে ২০ কেজি লবণ দাও। সময়ের সঙ্গে ক্রেতার ভিড় বাড়তে থাকে। লোকজনদের সামলাতে কষ্টকর হয়ে উঠে। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে দিয়েছি। তিনি জানান, লবণের দর বাড়েনি। অন্যদের মতো ৩০ টাকা করে প্রতিকেজি লবণ বিক্রি করছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, লবণের দাম বাড়েনি। এটি নিছক গুজব। তিনি জানান, মঙ্গলবার প্রশাসন মাঠে নামবে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জনসচেতনতার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। গুজব ছড়ানোদের বিরুদ্ধে তদন্তক্রমে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

বরগুনার আলো