• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনার জীবন কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন-সংগ্রামের নানা দিক নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
 
প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক শাবান মাহমুদ গ্রন্থিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি ২৪ চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং বইটির রচয়িতা শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের আগে বইটি প্রকাশ করা নিয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ রচয়িতা শাবান মাহমুদকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সময়ে এই বইটি প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 
তিনি বলেন, সহজ-সাবলীল ভাষায় বইটিতে প্রধানমন্ত্রীর বিয়ে, সংগ্রাম, নিজের জীবন, রাজনৈতিক জীবন- সব একটি বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। বইটির তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ এবং প্রধানমন্ত্রীকে সবিস্তারে জানার ক্ষেত্রে সহায়ক হবে।
 
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, বইটিতে শাবান মাহমুদ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক দুর্যোগ, রাজনৈতিক সম্ভাবনা- সবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে তুলে এনেছেন।
 
ইতিহাসের নেপথ্যে থাকা কিছু তথ্য বইটিতে উঠে এসে জানিয়ে ইকবাল সোবহান বলেন, যারা রাজনীতি ও দেশের সম্পর্কে জানতে চায়, আওয়ামী লীগের ভিতরে ও বাইরে কী সমস্যা ছিল, এটি শুধু আমাদের জন্য নয় ভবিষ্যতে যারা বাংলাদেশের রাজনীতি করবেন তাদের জন্যও খোরাক আছে।
 
বিশেষ অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বইটির মধ্যে অনেক তথ্য-উপাত্ত রয়েছে। যেটি পড়ে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম অনেক উপকৃত হবে। আমি নিজেও উপকৃত হয়েছি, কারণ এর মধ্যে অনেক তথ্য রয়েছে যা আমারও জানা ছিল না।
 
তিনি বলেন, শেখ হাসিনা যদি দেশের হাল না ধরতের বা ১৫ আগস্ট যদি দেশে থাকতেন তাহলে তার পিতার মতো ভাগ্যবরণ করতে হতো। তাহলে বাংলাদেশ থাকতো না পাকিস্তান হয়ে যেত।
 
‘... একজন বিশ্বনেত্রীর সম্পর্কে লেখা এত সহজ কথা না। এরমধ্যে এমন সব তথ্য রয়েছে যা বর্তমান, আগামী ও প্রজন্মের পর প্রজন্মের কাছে ঐতিহাসিক এবং মূল্যবান দলিল হয়ে থাকবে। ’
 
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, সংবাদকর্মী ও আওয়ামী লীগ বিটের রিপোর্টার হিসেবে কাছ থেকে শেখ হাসিনাকে দেখার সৌভাগ্য হয়েছিল। ’৯১ সালের নির্বাচন ও পরবর্তীকালে তার সঙ্গে সারাদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা-স্মৃতি রয়েছে। ওনার সবচেয়ে বড় বিষয় ছিল মানুষের জন্য কাজ করা, মানুষের পক্ষে থাকা।
 
‘৯১ সালে আমরা নেত্রীর সঙ্গে বৃহত্তর রংপুরে মঙ্গা কবলিত অবস্থা দেখতে সফরসঙ্গী। তিনি আগের দিন রাতে বললেন তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। আমরা অপেক্ষা করলাম, পরের দিন সকাল ৬টায় আমরা ওনার সঙ্গে স্টার্ট করলাম। গিয়েছিলাম চিলমারীতে যেখানে বাসন্তীর বাড়ি। তিনি আমাদের দেখালেন বাসন্তীর বাড়িতে ১৯৭৪ সালে যে ঘটনাটি ঘটেছিল সংবাদপত্রে, তিনি বললেন ওই বাসন্তীর বাড়ি একই রকম সেই বাসন্তী একই রকম। তার মানে পুরোটাই একটা পলিটিক্সের পার্ট ছিল। তারপর দেখালেন জালের দাম কত ছিল আর একটা শাড়ির দাম কত টাকা ছিল। ’
 
নঈম নিজাম বলেন, তিনিই (শেখ হাসিনা) প্রথম বাসন্তী এবং তার পরিবারের জন্য অর্থ অনুদান দিলেন এবং পরবর্তীকালে ’৯৬ সালে ক্ষমতায় এসে বাড়ি তৈরি করে দিয়েছিলেন।
 
প্রকাশিত বই নিয়ে নঈম নিজাম বলেন, তার (শেখ হাসিনা) ছোটবেলার বর্ণাঢ্য অবস্থান, বঙ্গবন্ধুর কারান্তরীণ সময়ে লড়াই, ইডেন কলেজে পড়ার সময় নেতৃত্ব, বিয়ে-সংসার, পঁচাত্তরে সবচেয়ে কঠিন সময়ে তিনি যখন জার্মানিতে ছিলেন, তারা দুই বোন বেঁচে ছিলেন। ৮১ সালে দেশে ফিরে দলের দায়িত্ব নেওয়ার পর ৮৬ সালে বিরোধীদলের নেতা হিসেবে অনেক আসন নিয়ে সংসদে বসেন, কিন্তু গণতন্ত্রকে সুসংহত করতে বেরিয়ে আসেন। ৯১ এ বিরোধীদলের নেতৃত্বে থাকার সময় ভোটের লড়াই করেছেন। ভোট ও ভাতের লড়াই করে ৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন। এছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশকেও তুলে আনতে তার সংগ্রাম ছিল- বইয়ে আমরা এসব দেখি।
 
আগামীতে যারা শেখ হাসিনার উপর বই লিখবেন সেখানে হয়তো আরও বড় পরিসরে আসবে জানিয়ে নঈম নিজাম বলেন, এই সময়ে শাবান মাহমুদের এই বইটি অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে এবং পাঠকদের মধ্যে শেখ হাসিনাকে জানার জন্য একটি অংশ তৈরি করবে।
 
৮৮ সাল থেকে শেখ হাসিনার সান্নিধ্য পেয়েছেন জানিয়ে বইটির রচয়িতা শাবান মাহমুদ বলেন, তিনি রাজনৈতিকভাবে আমাকে অত্যন্ত কাছে টেনেছেন। তার ভালোবাসায় আজ প্রগতিশীল রাজনীতিতে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। শৈবব থেকে তার দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবন, ৯৬ সালে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীসহ প্রতিটি আমলসহ তার রাজনৈতিক জীবন তুলে আনার চেষ্টা করেছি। তথ্যভিত্তিক ও ঐতিহাসিকভাবে সত্য বিষয় তুলে আনার আনার চেষ্টা করেছি। আশা করি পাঠক বইটি পড়ে উপকৃত হবে।
 
অনুষ্ঠানে জানানো হয় ছায়াঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটির দাম ৬০০ টাকা।

বরগুনার আলো