• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন দ্রব্যমূল্য বেড়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

জনমত, সরকার পরিবর্তনের কাজ গণমাধ্যমের নয়: রুশ রাষ্ট্রদূত

বরগুনার আলো

প্রকাশিত: ১ জুন ২০২২  

সন্ত্রাস ও চরমপন্থী মতাদর্শ প্রচার, নাৎসিবাদের বন্দনা ও সরকার পরিবর্তন করা গণমাধ্যমের কাজ নয় বলে মনে করেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। গণমাধ্যমের স্বাধীনতা দিবস স্মরণে লেখা নিবন্ধে রাষ্ট্রদূত এ অভিমত জানান। ঢাকায় রাশিয়া দূতাবাস ওই নিবন্ধটি গণমাধ্যমগুলোতে পাঠিয়েছে।  

রুশ রাষ্ট্রদূত লিখেছেন, স্বাধীনতা আরো বড় দায়িত্বের কথা বোঝায়।

গত কয়েক বছরে বিনা মূল্যে তথ্য প্রচারের প্রযুক্তিগুলো অভূতপূর্ব মাত্রায় অগ্রসর হয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই ইন্টারনেট ব্যবহার একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি গণমাধ্যমের স্বাধীনতায় ব্যাপক অবদান রেখেছে।

স্বাধীনতার অপব্যবহারের দিকে ইঙ্গিত করে রাষ্ট্রদূত লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাকস্বাধীনতাকে দায়িত্বজ্ঞানহীন এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত নয়। ’

আলেকজান্ডার ভি মন্টিটস্কি লিখেছেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা ভুয়া খবর তৈরি, জনমত পরিবর্তন বা জনসাধারণের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ হওয়া উচিত নয়। গণমাধ্যমে চরমপন্থী মতাদর্শ প্রচারের কোনো স্থান থাকা উচিত নয়। ’

রাষ্ট্রদূত লিখেছেন, তথ্য-প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যবিধি প্রণয়নের জন্য রাশিয়া ও সমমনা দেশগুলো অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছে। এর পরও কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থা শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দিকনির্দেশনা অনুসরণ করছে।  

রুশ রাষ্ট্রদূত তাঁর নিবন্ধে পশ্চিমা দেশগুলোতে সাংবাদিক নিপীড়নের উদাহরণ তুলে ধরেন। এর পাশাপাশি তিনি ইউক্রেনসহ বিভিন্ন দেশে সাংবাদিকদের নিহত হওয়ার ঘটনাগুলোর তদন্ত দাবি করেছেন।  

রাষ্ট্রদূত মন্টিটস্কি লিখেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, জনসাধারণকে সঠিক এবং ব্যাপক তথ্য প্রদানের জন্য গণমাধ্যম প্রতিনিধিদের দায়িত্বশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সত্যের জয় হবেই। ’

বরগুনার আলো