• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

‘হাইড্রোজেন পারঅক্সাইড’ পরিবহন সীমিত করতে যাচ্ছে সিঙ্গাপুর

বরগুনার আলো

প্রকাশিত: ১১ জুন ২০২২  

নিজেদের বন্দর দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডের চালান পরিবহন সীমিত করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। বৃহস্পতিবার শিপিং কোম্পানিগুলোর কাছে পাঠানো এক নোটিশে এ কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। সিঙ্গাপুর বন্দরের ওই ঘোষণায় বলা হয়, ৪ জুন রাতে বাংলাদেশে কনটেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর সিঙ্গাপুর বন্দরে হাইড্রোজেন পারঅক্সাইডের উল্লেখযোগ্য সংখ্যক কনটেইনার খালাস হয়।

আরো বলা হয়, সিঙ্গাপুর বন্দরে হাইড্রোজেন পারঅক্সাইডের কনটেইনার কতগুলো মজুত করা যাবে, সেটির সীমা রয়েছে। বর্তমানে বন্দরটিতে হাইড্রোজেন পারঅক্সাইডের চালানের মজুত বেড়ে গেছে। নিরাপদ সীমার মধ্যে রাখতে নতুন করে এর চালান গ্রহণ না করতে পদক্ষেপ নিতে হচ্ছে।

এদিকে, সিঙ্গাপুর বন্দরের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রফতানি খাত বিপাকে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, বাংলাদেশের রফতানি পণ্যের প্রায় অর্ধেকই রফতানি হয় সিঙ্গাপুর বন্দর হয়ে। চট্টগ্রাম বন্দর থেকে ছোট জাহাজে করে পণ্যভর্তি কনটেইনার নিয়ে রাখা হয় সিঙ্গাপুর বন্দরে। পরে সেখান থেকে বড় জাহাজে করে অন্যান্য দেশগুলোতে নেয়া হয়। সিঙ্গাপুর ছাড়াও শ্রীলঙ্কার কলম্বো বন্দর দিয়ে একইভাবে কনটেইনারে পণ্য রফতানি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হাইড্রোজেন পারঅক্সাইড রফতানি হয় ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে। এছাড়া ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকায়ও এটি রফতানি হয়।

৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে বিস্ফোরণে এখন পর্যন্ত প্রানহানি হয়েছে ৪৬ জনের। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক। এ ঘটনায় ডিপোটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মূলত হাইড্রোজেন পারঅক্সাইড বহনকারী কনটেইনার বিস্ফোরণে এ ভয়াবহ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, দেশে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদনকারী কারখানা রয়েছে অন্তত ছয়টি। এসব কারখানায় উৎপাদিত পণ্য দেশে ব্যবহারের পাশাপাশি হয় রফতানিও। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে সাত কোটি ২৩ লাখ কেজি হাইড্রোজেন পারঅক্সাইড রফতানি হয়েছে। এর বিপরীতে আয় হয়েছে ২৩১ কোটি টাকা।

হাইড্রোজেন পারঅক্সাইড একটি রাসায়নিক, যা বস্ত্রসহ বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। যেসব দেশে বস্ত্রকারখানা বেশি, সেখানেই মূলত এটি রফতানি করেন বাংলাদেশের রফতানিকারকরা।

শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, শিপিং এজেন্টদের দেওয়া চিঠিতে বলা হয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) হাইড্রোজেন পারঅক্সাইডকে বিস্ফোরক দ্রব্য হিসেবে নিয়ন্ত্রণ করে থাকে। এসপিএফের লাইসেন্স মোতাবেক পিএসএতে এ পণ্যটি মজুতের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। বর্তমানে হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ার ফলে বন্দরে পণ্যটির মজুত বেড়ে গেছে। তাই হাইড্রোজেন পারঅক্সাইডের চালান সীমিত আকারে হ্যান্ডলিং করবে সিঙ্গাপুর পোর্ট। তাদের এমন পদক্ষেপে বাংলাদেশের এ পণ্য রফতানি বাধার মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করেন তিনি।

বরগুনার আলো