• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

তরুণীকে বাস থেকে নামিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বরগুনার আলো

প্রকাশিত: ৪ জুন ২০২২  

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস থেকে নামিয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। পরে এ ঘটনায় আটক জননী পরিবহনের একটি বাসের চালকের সহকারী আজাদ হোসেনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

শনিবার (৪ জুন) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে তরুণী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর এ ঘটনায় আটক আজাদকে গ্রেফতার দেখানো হয়েছে। আর তরুণীকে মামার জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের মধ্যে রামগঞ্জ পৌরসভার কাজিরখীল এলাকার এমরান হোসেন একজন, অন্যজন অজ্ঞাত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তরুণী নোয়াখালীর চাটখিল থেকে মাইজদীর সোনাপুর যাওয়ার উদ্দেশে জননী পরিবহনের একটি বাসে ওঠেন। ভুলে তিনি রামগঞ্জে চলে আসেন, কারণ সেখানেও সোনাপুর নামে একটি জায়গা রয়েছে।

বাসটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জ টার্মিনালে এসে যাত্রীদের নামিয়ে দেয়। ভুল বুঝতে পেরে তরুণী বিষয়টি চালক ও তার সহযোগীকে জানালে তারা চট্টগ্রামগামী একটি বাসে তাকে বসতে বলেন। পরে তাকে স্থানীয় এমরান হোসেন ও তার আরেক সহযোগী বাস থেকে নামিয়ে টার্মিনালের পেছনে টয়লেটের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় টার্মিনালের নৈশপ্রহরী মো. শাহজাহান ও কয়েক ব্যক্তি এগিয়ে আসেন। একপর্যায়ে বাকবিতণ্ডা ও চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যান। চিৎকার দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই শাহজাহান লুটিয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক আরও বলেন, গ্রেফতার আজাদকে রিমান্ডে আনা হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বরগুনার আলো