• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলার জেমস বন্ড হিসেবে নিজেকে ধন্য মনে করি: অনন্ত জলিল

বরগুনার আলো

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪  

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী চরিত্র মাসুদ রানা। শৈশব-কৈশরে যেন সবার রোমাঞ্চকর আবহে ভরপুর ছিল এই চরিত্রের সঙ্গে ওঠাবসা। ক্যামেরায় খুব বেশি ধরা দেননি মাসুদ রানা। তবে ১৯৭৪ সালে সর্বপ্রথম এই চরিত্রে ক্যামেরাবন্দি হন চিত্রনায়ক সোহেল রানা। গতবছর মাসুদ রানা আবারও দেখা দিয়েছিলেন।

গত বছর তরুণ নায়ক এবিএম সুমন মাসুদ রানা হয়ে পর্দায় হাজির হয়েছিলেন ‘এমআর-৯’ ছবিতে। তবে বইয়ের পাতার মতো ততটা ঝড় তুলতে না পারলেও এবার দেখা যাবে নতুন মুখ। তিনি সবারই পরিচিত নাম, অনন্ত জলিল।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন ধাঁচে সিনেমা শুরু করছেন বলেই জানা গেছে। ছবিটির নাম ‘চিতা’। এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। সবাইকে অবাক করে দিয়ে মাসুদ রানা হয়ে পর্দা ভাগ করে নেবেন অনন্ত জলিল। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মহরতের মাধ্যমে এমন ঘোষণা দেয়া হয়েছে।

ছবিটির মহরতের দিন অনন্ত জলিল বলেন, ‘মাসুদ রানা সিরিজে কাজ করা আমার একটি স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত ‘বাংলার জেমস বন্ড’। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি।’

জানা গেছে, ‘চিতা’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এর আগে তার পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে কাজ করেছেন অনন্ত। সেটি এখনও নির্মাণাধীন রয়েছে।

‘চিতা’ সিনেমাতেও অনন্ত জলিলের সঙ্গে থাকছেন তারই স্ত্রী, অভিনেত্রী বর্ষা। তাছাড়া ‘চিতা’ ছবির অভিনয়ে আরও থাকছেন আলিশা, সাঞ্জু জন, সীমান্ত, নাদের চৌধুরীসহ আরও অনেকে। আগামী এপ্রিল-মে নাগাদ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামে হবে শুটিং।

এর আগে খ্যাতিমান লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি। ছবিটিতে বাংলাদেশি তারকার বাইরে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন।

বরগুনার আলো