• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জামায়াতের ১২ নেতার রিমান্ডে বেরিয়ে এলো তারেকের নাম!

বরগুনার আলো

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

চট্টগ্রামের গোলপাহাড় আবাসিক এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও বড় ধরণের নাশকতার পরিকল্পনাকালে আটক হওয়া জামায়াতের ১২ নেতার একদিনের রিমান্ডে বেরিয়ে এসেছে তারেক রহমানের নাম। তারা বলছেন, তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নেই তারা বৈঠক করছিলো।

৮ সেপ্টেম্বর গোপন বৈঠককালে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে সাতটি ককটেল, একটি রাম দা, একটি কিরিচ, একটি চাপাতি, ১৮টি চকলেট বোমা, চারটি লোহার রড ও গোপন নথিপত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা ও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় ১২ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করার পর তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। তারা মূলত দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরির পাঁয়তারা করছিলো। এর জন্য তারা গোলপাহাড় এলাকায় বৈঠকে মিলিত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায় এবং তাদের গ্রেফতার করে।

রিমান্ড থেকে প্রাপ্ত তথ্যের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা প্রাথমিক অবস্থায় এ বিষয়ে কোনো কিছু বলতে না চাইলেও পরবর্তীতে এই পরিকল্পনাকারীদের বিষয়ে তথ্য দিয়েছে। যার মধ্যে লন্ডনে পলাতক বিএনপি নেতা তারেক রহমানের নামও পাওয়া গেছে। তারা বলছে, তারা সরাসরি এ বিষয়ে অবগত নয়, বরং চেইন অব কমান্ডের মাধ্যমে তারা তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সফল করতে উদ্যত হয়েছিল।

তিনি আরও বলেন, প্রত্যেকের কাছ থেকেই প্রায় অভিন্ন তথ্য পাওয়া গেছে। ইন্ধনদাতা হিসেবে বিএনপির বেশ কিছু নেতারও নাম পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি এই কর্মকর্তা।

রিমান্ডে থাকা আসামিরা হলেন- চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান (৫৪), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৫৭), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ (৫৪), সদস্য মাহমুদুল আলম (৪৯), মো. ওসমান (৩৭), কর্মী আহমদ খালেক প্রকাশ খালেদ আনোয়ার (৪৫), মো. তৌহিদুল আনোয়ার সোহেল (৪৭), সদস্য আমির হোসেন (৫৫), সদস্য ফারুক আজম (৫৪), সিদ্দিকুর রহমান (৫৮), নাসির উদ্দীন (৬৮) ও জাকের হোসেন (৫৫)।

বরগুনার আলো