• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে পারছে না ইসি

বরগুনার আলো

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। সম্পূরক ভোটার তালিকায় ভুল থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবারের মধ্যে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশনা থাকলেও তা পালনে ব্যর্থ হয়েছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা।

ফলে গেজেট আকারে ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের কাজও শুরু করতে পারছে না ইসি সচিবালয়। এসব বিষয় শনিবার অনুষ্ঠিত কমিশন সভায়ও উত্থাপন করা হয়। সভায় জানানো হয়, প্রাথমিক ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্তের পর নতুন নতুন আবেদন জমা হচ্ছে। কমিশন ১৬টি আবেদন পেয়েছে। ইসি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে ভোট গ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত কেন্দ্রের তালিকার গেজেট প্রকাশের বিধান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাঠপর্যায়ের তালিকা না আসায় গেজেট প্রকাশের প্রাথমিক প্রস্তুতি নিতে পারছে না ইসি সচিবালয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ যুগান্তরকে বলেন, সম্পূরক ভোটার তালিকা পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা পাঠাবেন। তাদের চিঠি পাওয়ার পর গেজেট প্রকাশ করা হবে।

এ বিষয়ে ওই সভার কার্যপত্রে উল্লেখ করা হয়, প্রাথমিক ভোট কেন্দ্রের তালিকায় ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটারের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোট কেন্দ্র ও ২ লাখ ৬ হাজার ৫৪০টি ভোট কক্ষের প্রস্তাব করা হয়েছে। প্রতি ভোট কেন্দ্রের গড় ভোটার সংখ্যা হয় ২ হাজার ৫৯২। ভোট কেন্দ্রের তালিকার গেজেটে প্রকাশের লক্ষ্যে ২৩ নভেম্বরের (শুক্রবার) মধ্যে উক্ত তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর নিয়ে ইসিতে পাঠাতে বলা হয়। কিন্তু জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সম্পূরক ভোটার তালিকার সিডি সরবরাহ না করায় ভোট কেন্দ্রের তালিকা পাঠানো সম্ভব হচ্ছে না মর্মে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

ইসির কয়েকজন জেলা নির্বাচন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে যুগান্তরকে বলেন, ভোট কেন্দ্রের গেজেটে ভোট কেন্দ্রের নাম ও ভোটার সংখ্যা উল্লেখ করার বিধান রয়েছে। কিন্তু সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সম্পূরক যে ভোটার তালিকা পাঠানো হয় সেখানে তিন ধরনের ভুল থাকায় চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা পাঠাতে পারিনি। তারা আরও জানান, কয়েকটি জেলায় সম্পূরক যে ভোটার তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় জলছাপ দিয়ে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০১৫’ উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত ভোটার তালিকার শিরোনামে ‘সম্পূরক ভোটার তালিকার’ স্থলে চূড়ান্ত ভোটার তালিকা লেখা থাকায় মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারা বিভ্রান্তিতে পড়ে যান। তৃতীয়ত, সম্পূরক তালিকায় অনেক ভোটারের নাম পাওয়া গেছে যাদের নাম প্রধান ভোটার তালিকায়ও রয়েছে।

জেলা কর্মকর্তারা জানান, চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে ইসিতে পাঠানো হবে। ওই তালিকা অনুযায়ী নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করবে। ওই গেজেট রাজনৈতিক দল, প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের দেয়া হবে। ইসি সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভোটার তালিকায় ভুল থাকার বিষয়টি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে জানানো হয়েছে। তারা সংশোধিত সম্পূরক ভোটার তালিকা মাঠপর্যায়ে পাঠাতে শুরু করেছে। কয়েকটি জেলার নির্বাচন কর্মকর্তারা ইতিমধ্যে সংশোধিত ওই তালিকা পেয়েছেন বলে তিনি জেনেছেন।

জানা গেছে, সারা দেশে ৫ আগস্ট খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। ওইসব কেন্দ্র নিয়ে জমা হওয়া অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি করে ৬ সেপ্টম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ভোট গ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশের নিয়ম রয়েছে। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ হিসাবে ভোট গ্রহণের বাকি রয়েছে মাত্র ৩৩ তিন। আর গেজেট প্রকাশের সময় রয়েছে মাত্র ৮ দিন। এ সময়ের মধ্যে মাঠপর্যায় থেকে আসা চূড়ান্ত ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে।

জানা গেছে, এবার প্রতিটি ভোট কেন্দ্রে গড়ে ২ হাজার ৯২ জন ভোটার থাকছেন। ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে গড়ে ২ হাজার ৫০০ ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র এবং গড়ে আনুমানিক ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি ভোটকক্ষ থাকবে। আর নারী ভোটারদের ক্ষেত্রে গড়ে ৫০০ জনের জন্য একটি ভোটকক্ষ রাখার বিধান রয়েছে। এছাড়া বিশেষ ক্ষেত্রে জনবসতি কম এলাকা এবং ভোগৌলিক অবস্থানগত কারণে নির্দিষ্ট ভোটারের কম সংখ্যক ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করার বিধানও আছে নীতিমালায়। সম্পূরক ভোটার তালিকা ও প্রধান ভোটার তালিকার মধ্যে সমন্বয় করে ভোট কেন্দ্র স্থাপনের ওই বিধান অনুসরণ করে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ইসির অঞ্চলভিত্তিক প্রাথমিক ভোট কেন্দ্রের তালিকায় দেখা গেছে- রংপুর অঞ্চলে ভোট কেন্দ্র ৪ হাজার ৪৯২টি; রাজশাহীতে ৫ হাজার ১১১টি; খুলনায় ৪ হাজার ৮৩৪; বরিশালে ২ হাজার ৬৭৬; ময়মনসিংহে ৪ হাজার ৭৫৯ ও ঢাকায় ৬ হাজার ১৫টি। এছাড়া ফরিদপুরে ২ হাজার ৭৪টি; সিলেটে ২ হাজার ৮০২টি; কুমিল্লায় ৪ হাজার ৩৫৪ ও চট্টগ্রাম অঞ্চলে ২ হাজার ৯৮২টি ভোট কেন্দ্র রয়েছে।

ভোট কেন্দ্র নিয়ে ১৬ অভিযোগ : খসড়া ভোট কেন্দ্রের তালিকা নিয়ে অভিযোগ নিষ্পত্তির সময় অনেক আগে পার হওয়ার পরও প্রাথমিক তালিকা নিয়ে ১৬টি আবেদন জমা পড়েছে ইসি সচিবালয়ে। ভোট কেন্দ্র স্থানান্তর, নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তন নিয়ে করা এসব আবেদন জেলা নির্বাচন কর্মকর্তাদের দিয়ে নিষ্পত্তির জন্য কমিশনে নথি উত্থাপন করা হয়। কিন্তু নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ওইসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাদের সম্মতি নিয়ে নিষ্পত্তির বিষয়ে মত দেন। অপরদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ বিষয়টি কমিশনের সভায় উপস্থাপনের নির্দেশনা দেন। এ ১৬টি অভিযোগের নিষ্পত্তির বিষয়ে ইসির সিদ্ধান্ত জানা যা

বরগুনার আলো