• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

রমজান হোক মহামারি করোনা মুক্তির উপায়

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

রমজান হিজরি বছরের নবম মাস। মানবতার মুক্তির সনদ কুরআন নাজিলের মাস রমজান। এটি মানুষের মুক্তির মাসও বটে। মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই শুরু হলো মুক্তির মাস রমজান। মহামারি করোনার এ সময়ে রমজান হোক বিশ্ববাসীর জন্য মুক্তির ওসিলা। স্বাগত মাহে রমজান...।

করোনা মহামারির কারণে প্রায় পুরো বিশ্ব যখন লকডাউনের কবলে নিমজ্জিত ঠিক তখন নাজাতের ঘোষণা নিয়ে এলো রহমতের মাস রমজান। রমজান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের ঘোষণা-

‘রোজা রাখার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং রোজা রাখার মাধ্যমে করোনার বিস্তার  সংক্রমণ ঘটে না। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ। এমনকি যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন। রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করেতাহলে তারা চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন।’

রমজান যেমন মানুষর পাপতাপ-গোনাহগুলোকে পুড়ে ছাঁই করে দেয়, যাবতীয় অন্যায়-অশান্তি থেকে মুক্তি দেয় তেমনি মহামারি করানো থেকেও মুক্তি পাবে বিশ্ববাসী- এমনটিই প্রত্যাশা সবার। রমজানের প্রাপ্তি সম্পর্কে হাদিসের ঘোষণাও এমনই। একাধিক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসের করণীয় কেমন হবে তা উল্লেখ করেছেন এভাবে-

- ‘যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সাওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে রোজা রাখবেতার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।

- ‘যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সাওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে তারাবিহ নামাজ পড়বেতার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।

- ‘যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সাওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে লাইলাতুল কদরে (রাত জেগেইবাদত করবেতার বিগত জীবনের সব গোনাহ মাফ করে দেওয়া হবে।’ (বুখারি  মুসলিম)

রমজান মাস ও এ মাসের ইবাদতের বিনিময় এর চেয়ে উত্তম ঘোষণা আর কী হতে পারে? 

সুতরাং যারা রমজান মাস জুড়ে মহামারি করোনার ভয়াবহ বিপদ থেকে মুক্তির আশায়-

- রমজান মাসজুড়ে দিনের বেলায় রোজা পালন করবে;

- রাতে কিয়াম তথা তারাবিহ-তাহাজ্জুদ আদায় করবে;

- গরিব-অসহায় মানুষকে দান-সাদকা করবে এবং জাকাত ফেতরা দেবে;

- শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করে মুক্তি ও ক্ষমা প্রার্থনা করবে;

- শেষ দশকজুড়ে ইতেকাফে অতিবাহিত করবে;

তাদের জন্যই দুনিয়া ও পরকলের যাবতীয় বিপদ-আপদ, অভাব-অনটন, রোগ-মুক্তির সফলতার মহা সুযোগ।

দুনিয়া ও পরকালের সব অকল্যাণ থেকে মুক্তির মহাসুসংবাদ নিয়েই আসে রমজান। এ কারণেই শাবানের চাঁদের হিসাব রাখার জন্য দিনক্ষণ গণনা করতেন বিশ্বনবি। চাঁদের হিসাব রাখার নির্দেশ দিতেন এভাবে- ‘তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো।’ (মুসলিম)।

রমজানকে স্বাগত জানাতে দুই মাস আগে থেকে দোয়া করতেন-

- হে আল্লাহ! রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের জন্য রমজান মাস কবুল করুন।

-  হে আল্লাহ! শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের জন্য রমজান মাস কবুল করুন।

- হে আল্লাহ! আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন।

শুধু তা- নয়

রমজানকে স্বাগত জানাতে শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন এবং সাহাবায়ে কেরামকে চাঁদের অনুসন্ধান করতে বলতেন। চাঁদ দেখে কল্যাণের এ দোয়া পড়তে বলতেন-

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)

সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজান মাসে রহমত বরকত মাগফেরাত  নাজাত পেতে নিয়মিত পাঁচটি সুন্নাত পালন করা। যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব বিপদ-মহামারি সহ যাবতীয় কল্যাণ পাবে। তাহলো-

১. অল্প হলেও শেষ রাতে সাহরি খাওয়া;

২. সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা;

৩. নিয়মিত তারাবিহ-তাহাজ্জুদ নামাজ পড়া;

৪. কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন করা;

৫. শেষ দশকে ইতেকাফ ও লাইলাতুল কদর অনুসন্ধান করা।

পরিশেষ...

রমজানের প্রতিটি দিন ও ক্ষণ হোক গোনাহমুক্ত জীবনের পাথেয় সংগ্রহের উপায়। রহমত বরকত মাগফেরাত ও নাজাতের জন্য কুরআনের হেদায়েত পেতে এবং মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে রমজানকে জানাই আহলান ওয়া সাহলান। শুভ হোক মাহে রমজান...

বরগুনার আলো