• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু

বরগুনার আলো

প্রকাশিত: ৭ মে ২০২৪  

বজ্রাঘাতে দেশের আট জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, নেত্রকোনা, ফরিদপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এসব ঘটনা ঘটে।

সিলেট: কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে মাহতাব উদ্দিন (৪৫) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দীঘিরপার ৩ নম্বর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। মাহতাব উদ্দিন মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বজ্রাঘাতে মারা যাওয়া মাহতাবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মাদারীপুর: জেলা শহরে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রাঘাতে সঞ্জিত বল্লভ (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। বিকাল ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। সঞ্জিত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুরের পুরান বাজার এলাকায় আজমীর সুইট নামের দোকানে কাজ করতেন।

পাশাপাশি কালকিনিতে গোয়ালঘরে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে জসিম হাওলাদার (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লার হাট এলাকার রামারপোল গ্রামে এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের হান্নান হওলাদারের ছেলে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‌‘বজ্রাঘাতে দুজনের মৃত্যু খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মৃত্যু দুঃখজনক।’

শরীয়তপুর: দুপুরে বৃষ্টিপাতের সময় জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কুলসুম বেগম (৩৮)।

নেত্রকোনা: আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে দেলোয়ার মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে স্বরমুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ফরিদপুর: মধুখালীতে বজ্রাঘাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকাল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদ মল্লিক ওই ইউনিয়নের মিরাপাড়ার লকাই মল্লিকের ছেলে।

গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে বিকাল ৫টার দিকে বজ্রাঘাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রাঘাতে সমুজ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ: সকালে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মাদ্রাসাশিক্ষক দানিছ মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে। দানিছ মিয়া সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে এবং চলিতাতলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান।

বরগুনার আলো