• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বরগুনায় সস্তায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজি

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

বরগুনার সবশ্রেণির ক্রেতারা তাদের ইচ্ছেমতো চাহিদানুযায়ী সস্তায় শীতকালীন সবজি কিনছেন। ভরমৌসুমে শীতকালীন সবজির আগাম চাষ করায় সেগুলো বাজারে ওঠেছে। ফলে সবজিতে বাজার ভরে গেছে। ক্রেতারাও সহজেই শীতকালীন সবজি সস্তায় কিনতে পারছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বরগুনা শহরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি প্রতিকেজি ৩৫ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, বরবটি ৩০ টাকা কেজি, লালশাক আঁটি ১৫-২৫ টাকা, ধনেপাতা কেজি ৫০-৬০ টাকা, পেঁয়াজের কলি ৩০ টাকা কেজি, লাউ ৪৫-৫৫ টাকা, শসা ৩৫ টাকা কেজি, মূলা ১০ টাকা, বড় নলকোষ শিম ৩০ টাকা কেজি, ছোট শিম নলকোষ ২৫ টাকা কেজি, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।পাইকারী সবজিব্যবসায়ী আড়তদার স্বপন মীর বাংলানিউজকে বলেন, সবজির দাম কম থাকায় খুচরা সবজিবিক্রেতারা আড়ত থেকে বেছে বেছে ভালো সবজিগুলো স্বল্প দামে কিনে নিচ্ছেন। সেগুলোকে তারাই আবার কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

বরগুনার পাইকারী সবজিব্যাবসায়ী আড়তদার বাদশা বলেন, কৃষকরা শীতকালীন সবজির আগাম চাষ করেছেন। ফলে বাজার সবজিতে ভরে গেছে। ক্রেতারাও সহজেই তা কম দামে কিনে নিচ্ছেন। ভরমৌসুমে সবজির দাম আরও কমতে পারে বলে যোগ করেন তিনি।

খুচরা বিক্রেতারা বলছেন, সাধারণত শীতকালীন সবজির দাম নাগালের বাইরে থাকে। কিন্তু এবার আগাম শীতের সবজি বাজারে বেশি আমদানি হওয়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই।

বাজারে আসা কয়েকজন ক্রেতা বলছেন, কাঁচাবাজারে শীতের সবজির দাম অনেকটা নাগালের মধ্যে। এজন্য তারা প্রতিদিনই শীতের সবজি কিনতে পারছেন।বরগুনা সদর উপজেলার-৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সবজিচাষি আলাউদ্দিন আকন  বলেন, বেশি দামের আশায় আগাম শীতের সবজির আবাদ করেছি। কিন্তু একইসঙ্গে শীতের আগাম সবজি এসে বাজার সয়লাব হয়েছে। এজন্য সবজির দামও অনেকটা কম। এবার শীতকালীন আগাম সবজিতে তারা লাভবান হতে পারবেন না বলেও যোগ করেন তিনি।

বাজারে সবজির দাম কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই এলাকার কৃষক ফজলে আবু, জসিম উদ্দিন, আল-আমিন বাংলানিউজকে বলেন, সবজি চাষের স্থলে আমরা আগামীতে ধান বা অন্য ফসল আবাদ করবো।

বরগুনার আলো