• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বরগুনায় উপজেলা নির্বাচনে সিদ্ধান্তহীনতায় বিএনপি,সরব আ’লীগ

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯  

বরগুনা জেলার ছয়টি উপজেলা নিয়ে বরগুনা জেলা। উপজেলাগুলো হল, বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা। এসব উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচন জমে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পাওয়ার আশায় দলীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। পাশাপাশি ভোটারদের কাছে ছুটছেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জেলার সর্বত্র এখন উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনা চলছে কে পাবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের মনোনয়ন। এ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে কিনা সে বিষয় কিছু জানা যায়নি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে যারা নির্বাচন করবেন তারা হলো।

হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নসা। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ অলি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া, শিল্পপতি মো. মিলন হাওলাদার। আমতলীতে বর্তমান চেয়ারম্যান জিএ দেলোয়ার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার মৃধা ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা। তালতলী উপজেলায় যাদের নাম শোনা যাচ্ছে, বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, তারই আপন ভাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির, ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি। বামনায় বর্তমান চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল খালেক জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, জেলা পরিষদ সদস্যা ফৌজিয়া খানম। বেতাগী বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ও ব্যবসায়ী খলিলুর রহমান। পাথরঘাটা বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন। বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হালিম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল যেভাবে ভোট ডাকাতি করেছে।

এরপর আমাদের দল আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে কিনা জানি না। তবে এ ব্যাপারে আপাতত উপজেলা নির্বাচন নিয়ে তাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। দল নির্বাচনে এলে আমি বরগুনা সদর উপজেলায় নির্বাচন করব। বরগুনা সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, গতবারের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে হারিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সততার সঙ্গে পাঁচটি বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের কাছে মনোনয়ন চাইব।

দল মনোনয়ন দিলে নির্বাচন করব। তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু বলেন, আমি দক্ষতার সঙ্গে দলের নেতৃত্ব দিয়ে আসছি। দলের কাছে মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করব।

বরগুনার আলো