• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সাংবাদিকদের সাথে জাহাঙ্গীর কবিরের মতবিনিময়

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

 

বরগুনা প্রতিনিধি :
বরগুনা-১ আসনে এক চিঠিতে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের দুই প্রভাবশালী নেতা। এ দুই নেতার মনোনয়ন পাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা। শেষ মুহুর্ত পর্যন্ত কে টিকে থাকবেন আর কেই বা বাদ পড়বেন এ নিয়ে শহরের ওলিগলি আর গ্রামে গঞ্জে চলছে নানা জল্পনা কল্পনা। 
এদিকে মনোনয়ন নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর কবির বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, সুদীর্ঘ ৫২ বছরেরও বেশি সময় ধরে একনিষ্ঠভাবে আওয়ামীলীগের রাজনীতি করেছেন তিনি। বরগুনা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে শুরু করে সুদীর্ঘ বছর ধরে জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। 
আসন্ন নির্বাচনে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, তাঁকে মনোনয়ন দেয়ায় বরগুনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনতা সন্তোষ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে তিনি বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি থাকায় তার এ মনোনয়ন পাওয়ায় সন্তোষ পকাশ করেছে সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীরাও। 
মতবিনিময় সভায় আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের পক্ষে বরগুনার সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, আলহাজ¦ জাহাঙ্গীর কবির সুদীর্ঘ ৫২ বছরের রাজনৈতিক জীবনে কখনও পথচ্যুত হননি। তিনি আরও বলেন, জনগন যখন স্থানীয় নেতৃত্বের পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছে ঠিক তখন আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনা সব কিছু বুঝে শুনেই আলহাজ¦ জাহাঙ্গীর কবিরকে মনোনয়ন দিয়েছেন। তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর যখন আলহাজ¦ জাহাঙ্গীর কবির বরগুনায় ফিরে আসেন তখন জনতার যে ঢল নেমেছিলো তা অবিশ^াষ্য। তিনি বলেন, তাদের সাথে জনগন রয়েছে। তাদের উপর জনগনের আস্থা রয়েছে। আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের পক্ষে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠন একাট্টা। সর্বস্তরের সাধারণ জনতাকে সাথে নিয়ে আলহাজ¦ জাহাঙ্গীর কবিরকে এ আসনে বিজয়ী করা সময়ের ব্যাপার মাত্র। 
মতবিনিময় সভায় আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের সাথে আরও উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মোঃ হুমায়ুন কবীর, মশিউর রহমান সিহাব, গোলাম সরোয়ার ফোরকান এবং অ্যাড. শাহ মোঃ ওয়ালী উল্লাহসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষকলীগের নেতৃবৃন্দ। 
অন্যদিকে মনোনয়ন পাওয়া অপর নেতা জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মনোনয়ন নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।  


 

বরগুনার আলো