• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, জেলেপাড়ায় খুশির আমেজ

বরগুনার আলো

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা। জেলেপাড়ায় তাই খুশির আমেজ। তবে ডিম দিয়ে সাগরে চলে যাওয়ায় ইলিশ ধরা পড়া নিয়ে শঙ্কায় জেলেরা। মৎস্য বিভাগের দাবি, কর্মসূচি সফল হয়েছে, তাই বাড়বে ইলিশের উৎপাদন।

প্রজনন মৌসুমে মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মধ্যরাত থেকে চাঁদপুরের জেলেরা নদীতে নামবে। নদীতে জাল নিয়ে নামলেও মাছ পাওয়া নিয়ে একদিকে শঙ্কা, অন্যদিকে সংসারের টানা পোড়নের মধ্যে জেলেরা। জেলেরা জানান, যদি নদীতে মাছ থাকে তবে পাবো, আর যদি মাছ না থাকে তাহলে দেনা থেকে যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, টাস্কফোর্সসহ প্রশাসনের সহযোগিতায় মা-ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন বাড়বে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, “এ অভিযানটা সফলতার মাধ্যমে শেষ হচ্ছে। ইলিশ সম্পদ রক্ষার জন্য এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবার মাছ ধরা শুরু হবে। মৎস্য ঘাট ও জেলেপল্লীতে উৎসব বিরাজ করছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা শেষে মাছের উৎপাদন বৃদ্ধি হবে পাশাপাশি জেলায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।

জেলেরা জানান, নদীতে যাবার প্রস্তুতি নিচ্ছি, মাছ পেলে দেনা পরিশোধ করতে পারবো।

ভোলা জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, “আমাদের যে লক্ষ্যমাত্রা ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন তা পূরণ হবে এবং জেলেরা অনেক বেশি মাছ বলে আশা করছি।”

আনন্দের জোয়ার বইছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলে পল্লীতে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দ্বীপের লক্ষাধিক জেলে। ৪২টি ছোট-বড় ঘাট থেকে মাছ শিকারে নামবে জেলেরা। শেষদিনে মাছ ধরার ট্রলার ও বোটগুলো মেরামত এবং ঘাটের পাশে বসে জাল বুনতে ব্যস্ত তারা।

এ মৌসুমে কম ইলিশ পাওয়ায় লোকসানে জেলেরা। নিষেধাজ্ঞার পর জালে ইলিশ মেলার আশা।

তারা জানান, অভিযানের পর নদীতে নেমে বেশি মাছ পাবো, এই আশা আমাদের।

এবারও নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে ছিল উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, “হাতিয়ার যে জেলে আছে তারা মোটামুটি সহযোগিতা করেছে কিন্তু অন্যান্য জেলা থেকে জেলেরা এসে মাছ ধরার চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে।”

মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে গেলো ১১ অক্টোবর মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার।

বরগুনার আলো