• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘দুবাইয়ে গ্রেফতার জিসানের মুক্তির খবর ভিত্তিহীন’

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

 


দুবাইয়ে গ্রেফতার হওয়া জিসানের মুক্তির খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর মেরুল বাড্ডায় বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। তবে জিসানের মুক্তি পাওয়ার বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তিনি এখনো জামিন পান নি।

ক্যাসিনোবিরোধী অভিযানের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের অভিযান যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে। আমরা কাউকে উদ্দেশ্য করে অভিযান করছি না। আমাদের উদ্দেশ্য যারা আইনশৃংখলা ভঙ্গ করেন, অবৈধ কাজ করেন, অস্বস্তি তৈরি করেন তাদের  বিরুদ্ধে। কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযান নয়।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,  ২০১৩ -১৪ সালে একের পর হত্যাযজ্ঞ চালিয়েছে দেশ বিরোধী  চক্র। তাদের  উদ্দেশ্য ছিল এ দেশকে অকার্যকর করার। এবছর দেশে ৩২ হাজার পূজা মণ্ডপ তৈরি হয়েছে। যা আগের বছরের চেয়ে ১ হাজার বেশি। আপনারা যাতে সব সময় নিরাপদে থাকেন আমরা সেজন্য কাজ করে যাচ্ছি।  

বিশেষ অতিথি আম্বর শাহ মসজিদের খতিব  মাওলানা মাজহারুল ইসলাম বলেন, এ দেশে আমরা সবাই এক সঙ্গে কাজ করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সঙ্গে থাকবো, চলবো, তাহলেই সম্প্রতি বজায় থাকবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের চেয়ারম্যান উত্তম কুমার বড়ুয়া, প্রবারণা পূর্নিমা উদযাপন কমিটির সভাপতি  রঞ্জন বড়ুয়া, ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, মেট্রোপলিটন পুলিশের 

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, ট্রাফিক পুলিশের উত্তরের ডিসি  প্রবীর কুমার রায় প্রমুখ। 

এর আগে শুক্রবার (০৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশ সদর দফতরের এনসিবি শাখার উদ্যোগে ও এনসিবি (ইন্টারপোল) দুবাইয়ের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এনসিবি দুবাই বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের শীর্ষ ২৩ সন্ত্রাসীর একজন জিসান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মতিঝিলসহ বেশ কিছু অঞ্চলে তার একচ্ছত্র আধিপত্য ছিল। চাঁদাবাজি ও টেন্ডারবাজির একাধিক মামলা ছিল তার নামে।

ইন্টারপোল তার নামে রেড অ্যালার্ট জারি করে রেখেছে। সংস্থাটির ওয়েবসাইটে জিসান সম্পর্কে হত্যাকাণ্ড এবং বিস্ফোরক বহনের অভিযোগ আছে।

২০০৩ সালের ১৪ মে ঢাকার মালিবাগে জিসানকে গ্রেপ্তার অভিযানে তারই সহকর্মীদের বার্স্টফায়ারে নিহত হন ডিবি পুলিশের দুই কর্মকর্তা। ওই হত্যাকাণ্ডে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অপারেশন ক্লিনহার্ট চলাকালে ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান নিহত হলে জিসান ভারতে পালিয়ে যান। সেখান থেকে পরে তিনি দুবাইয়ে পাড়ি জমান।

সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে দুই যুবলীগ নে

বরগুনার আলো