• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিমানবন্দরে পাখি তাড়াতে আসছে অত্যাধুনিক ২১ শব্দ বন্দুক

বরগুনার আলো

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

শীত মৌসুম এলেই দেশের বিমানবন্দরগুলোর আশপাশের জলাশয়ে ঝাঁকে ঝাঁকে আসে বাজসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। প্রকৃতি ও দর্শনার্থীদের জন্য এই অতিথিদের আগমন সুখকর হলেও উড়োজাহাজে যাতায়াতকারীদের জন্য তারা বড় ঝুঁকির কারণ। বিভিন্ন এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মনে করছে, দেশের বিমানবন্দরগুলোয় পাখি তাড়ানোর কার্যকর ব্যবস্থা না থাকায় বার্ড হিটের (পাখির আঘাত) কারণে সামনে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান  বলেন, উড়ন্ত পাখি উড়োজাহাজ চলাচলের জন্য ঝুঁকি। বিমানবন্দরগুলোয় বর্তমানে প্রাকৃতিক উপায়ে পুরনো নিয়মে পাখি তাড়ানোর চেষ্টা হচ্ছে। বার্ড হিটের কারণে বিমান চলাচলে ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সমস্যা উত্তরণে অচিরেই জার্মানি থেকে অত্যাধুনিক ২১টি সাউন্ড বার্ড গান আনা হচ্ছে। এই শব্দ বন্দুক ব্যবহারে পাখি মরবে না, তবে বিকট আওয়াজের কারণে ভয়ে পালিয়ে যাবে। প্রাথমিকভাবে শাহজালাল বিমানবন্দরে এগুলো ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিমানবন্দরেও এই গান বসানো হবে।

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, বিমান চলাচল নির্বিঘ্ন করতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় আধুনিক ‘বার্ড শুটার’ ইউনিট রয়েছে। এই শুটাররা সপ্তাহে সাত দিন বিমানবন্দরের আকাশে নিয়মিত পাখি শিকার বা তাড়িয়ে উড়োজাহাজ চলাচল ঝুঁকিমুক্ত রাখেন।

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে ২০১৭ সালে বাংলাদেশে ন্যাশনাল সিভিল এভিয়েশন ওয়াইল্ড লাইফ/বার্ড হ্যাজার্ড কন্ট্রোল কমিটি তৈরি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ কমিটির চেয়ারম্যান ওই মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন- মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিমানবাহিনীর ডিরেক্টর (অপারেশন), বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের ডিরেক্টর (অপারেশন), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, বিমানের এমডি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার অপারেটর কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি। সদস্য সচিব বেসামরিক বিমান পরিবহনের চেয়ারম্যান মফিদুর রহমান। কমিটির দায়িত্ব ছিল ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) বিধিবিধান ও এয়ারপোর্ট সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী ওয়াইল্ড লাইফ ও বার্ড স্টাইক মোকাবিলা করা। একইসঙ্গে কোন ধরনের পাখি কোন মৌসুমে কেন আসে এসব বিষয় নিয়ে গবেষণা, বিমানবন্দর ও এর আশপাশ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নজরদারি, নিয়মিত বার্ড স্ট্রাইক নজরদারি, সমস্যা চিহ্নিত ও সমাধান, বিমানবন্দরের পুকুরের মাছ, কৃষিজমি, গরু-ছাগলের খামার, ময়লা-আবর্জনার ডাম্পিং, গলফ কোর্স, ছোট পুকুর ইত্যাদি সরিয়ে ফেলা তাদের কাজ । 

বরগুনার আলো