• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

নতুন ফাল্গুনের খবর জানে না অনেকেই

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এতদিন এটাই জেনে এসেছে সবাই। কিন্তু বাংলা ক্যালেন্ডারের পাতায় এখনও মাঘ। সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন ১৩ নয়, ১৪ ফেব্রুয়ারিতে।

নতুন ফাল্গুনের এই খবর জানেন না অনেকেই। অনেকে আবার মানতেও রাজি নন। তাই বসন্ত বরণে ভিড় লেগেছে এলাকার ফুলের দোকানগুলোতে। কলেজ ক্যাম্পাস আর বিনোদন কেন্দ্রগুলোতে হলুদ সাজে ঘুরতে দেখা গেছে তরুণ-তরুণীদের অনেককেই।

শহর ঘুরে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক তরুণ-তরুণী ও মাঝ বয়সীরা হলুদ শাড়ি-পাঞ্জাবি পরে বাইরে বের হয়েছেন বসন্ত উৎসব উদযাপনের জন্য। তরুণীদের খোঁপায় শোভা পাচ্ছে হলুদ ফুল।

সকাল থেকে বাসন্তী সাজে ভিড় জমে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের। কিন্তু বসন্ত বরণে কোনো আয়োজন না দেখে অনেকেই অবাক হয়েছেন। সংশোধিত বর্ষপঞ্জির বিষয়টি তাদের নজরে আনা হলে অনেকেই লজ্জা পাচ্ছেন, স্বীকার করছেন বিষয়টি তাদের জানেন না। আবার অনেকে বলছেন, তারিখ বদলে দিলেই বসন্ত একদিন পরে আসবে না। আগামীকাল ভালোবাসা দিবস, ওই দিনের আবেদন ভিন্ন। এছাড়া ওই সংস্কৃতি অন্যদের থেকে ধার করা। বসন্ত বরণ বাঙালির আবহমান কাল ধরে চলে আসছে। দুটি দিবসকে এক সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

শুধু তরুণ-তরুণীরা নয়, বদলে যাওয়া দিবস সম্পর্কে জানে না ফুল ব্যবসায়ীরাও। বিষয়টি না জেনেই ব্যবসায়ীদের অনেকেই পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলের মজুত করেছিলেন।

সুরভী ফুল বিতানের বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘পহেলা ফাল্গুন উপলক্ষে আজ মাথায় পরা ফুলের তোড়া, লিলি, থাই গোলাপ, কিসিমসিমা মিম, কানডিশন, অর্কিড, লিমু, গেলোডিয়াস, রজনীগন্ধ্যা, ক্যালনডোলা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, জিপসি, চেরিগেণ্ডা, গাঁদা, ওয়েসস্টার, মামফুলসহ দেশি-বিদেশি নানান ফুলে আমরা দোকান সাজিয়েছি। কিন্তু আপনার কাছ থেকেই প্রথম শুনলাম আজ পহেলা ফাল্গুন নয়। আগামীকাল ভালোবাসা দিবসে ফুলের চাহিদা অনেক বেশি হবে, তাই ক্ষতি পুষিয়ে নিতে পারবো।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক ব্যবহারকারীকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাতে দেখা গেছে। অনেকেই ফাল্গুনী সাজে সেজে ছবি পোস্ট করেছেন ফেসবুকে।

উল্লেখ্য, ২০১৯ সালে ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদের সভায় ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। এরপর ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে। এ কারণে গত বছরের ১৭ অক্টোবর একদিন পিছিয়ে হেমন্তের শুরু হয়। আর এতেই বদলে গেছে দীর্ঘদিনের চেনা ১৩ ফেব্রুয়ারি উদযাপিত পহেলা ফাল্গুন।

বরগুনার আলো