• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশি-আমেরিকানদের প্রশংসা মার্কিন কংগ্রেসওম্যানের

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য (ইউনাইটেড স্টেটস হাউস অব রিপ্রেজেন্টেটিভস) গ্রেস মেং-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে তার কুইন্স ডিস্ট্র্রিক্ট অফিস ফ্লাশিং-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সম্পর্কে প্রতিনিধি সভার সদস্য গ্রেস মেং-কে অবহিত করেন। কনসাল জেনারেল আরও বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের শুরু থেকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তাকে অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন।

কনসাল জেনারেল প্রতিনিধি সভার সদস্যকে আরও জানান, নিউইয়র্ক-এর কুইন্স এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের বসবাস। প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি বিবেচনা করে কনসাল জেনারেল ‘মুজিববর্ষ’ উপলক্ষে কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন। কংগ্রেসওম্যান এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য কনসাল জেনারেলকে অভিনন্দন জানান।

কনসাল জেনারেল বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীকে সার্বিক সেবা ও সহযোগিতা প্রদানের জন্য প্রতিনিধি সভার সদস্য গ্রেস মেং-কে ধন্যবাদ জানান। কনসাল জেনারেল বলেন, বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর পরিশ্রমী, সমৃদ্ধ সংস্কৃতিমনস্ক এবং আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল এবং তারা এ বৃহৎ শহরের কল্যাণে নিবেদিত। এ বিষয়ে, তিনি নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক কার্যক্রম, বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি এবং সংস্কৃতি বিস্তারে সহযোগিতার জন্য তাকে অনুরোধ করেন।

কনসাল জেনারেল বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এসময় কনসাল জেনারেল তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে গ্রেস মেং কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন বাংলাদেশ তার সফর তালিকার শীর্ষে রয়েছে। একই সময়ে তিনি প্রথম মহিলা কনসাল জেনারেল হিসেবে নিউইয়র্কে বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করার জন্য সাদিয়া ফয়জুননেসাকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, গ্রেস মেং নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট, কুইন্সের প্রতিনিধিত্ব করছেন।

বরগুনার আলো