• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ভার্চুয়াল গ্যালারিতে ঘরে বসেই দেখুন জাতীয় জাদুঘর

বরগুনার আলো

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এক প্রকার ‘লকডাউন’ অবস্থায় দেশবাসী। এখন প্রায় সবাই ঘরবন্দি। তবে ঘরে বসে এসময়টা কাজে লাগানো যেতে পারে নিজের দেশ ও দেশের সম্পদ সম্পর্কে ভালোভাবে জেনে। তাই এ সুযোগটা কাজে লাগিয়ে ঘুরে আসতে পারেন জাতীয় জাদুঘর থেকে।

কি ভাবছেন? ঘরবন্দি অবস্থায় জাদুঘরে যাবেন কিভাবে! জাতীয় জাদুঘরে রাখা প্রত্নসম্পদ দেখতে এখন আর রাজধানীর শাহবাগে ছুটে যেতে হবে না। ঢাকার দূর প্রান্ত থেকে যানজট ঠেলে যেমন আসতে হবে না, তেমনি প্রত্যন্ত গ্রাম থেকেও আর ঢাকা আসতে হবে না এ জাদুঘরে। বরং জাতীয় জাদুঘরই এখন চলে গেছে আপনার কাছে। শুধু একটু চোখ খুলে দেখে নিন।

জাতীয় জাদুঘর এখন ইন্টারনেট দুনিয়ায়। বিশ্বের যেকোনো স্থান ও প্রান্ত থেকে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি দেখা যাবে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে। ক্লিক করার পরই চোখের সামনে একে একে ভেসে উঠবে জাদুঘরের গ্যালারিগুলো। ভেতরে প্রবেশ করে ৩৬০ ডিগ্রি কোণে অবলোকন করা যাবে জাদুঘরের অন্তর্গত প্রত্নসম্পদ ও আনুষঙ্গিক নিদর্শনাগুলো।

পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, সহজেই দেখতে পাবেন জাদুঘরের সব সামগ্রী। লাগবে না কোনো টিকিটও, দরকার হবে না ঢোকার পথে লাইনে দাঁড়ানো। শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তুলে ধরা হয়েছে জাদুঘরের নানা সামগ্রী। আর তা দেখতে ইন্টারনেটে ভ্রমণ করতে হবে www.bangladeshmuseum.gov.bd এ ঠিকানায়। ওয়েব ঠিকানায় গিয়ে ‘ভার্চুয়াল’ বাটনে ক্লিক করা মাত্রই ভেসে উঠবে জাদুঘরের সামনের চত্বর। এছাড়া সরাসরি প্রবেশের জন্য http://vt.bnm.org.bd/ ঠিকানাটি প্রযোজ্য। এরপর তীর বা অ্যারো চিহ্নে ক্লিক করতেই শুরু হবে গ্যালারি ভ্রমণ। জাদুঘরের গ্যালারিগুলো অবিকল দেখতে পারবে দর্শনার্থী।

নির্দিষ্ট ওয়েব ঠিকানায় গিয়ে দেখা গেছে, ভিজিট বাটনে ক্লিক করায় জাদুঘরের সামনের অংশ ভেসে ওঠে। এরপর তীর বা অ্যারো চিহ্নে ক্লিক করলেই নিয়ে যাওয়া হয় জাদুঘরের ভেতরে। আবহসংগীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজতে থাকে সুরেলা যন্ত্রসংগীত। পরের তীর চিহ্নে ক্লিক করলে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় গ্যালারিতে। সেখানে রাখা সামগ্রীর ওপর ক্লিক করে আবার সুনির্দিষ্টভাবে কাছ থেকে দেখা যায় নিদর্শনটি। এভাবে একে একে বিভিন্ন গ্যালারি ঘুরে দেখার সুযোগ আছে। বাস্তবের মতোই অনলাইনে গ্যালারি ও নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখা যায় এই মাধ্যমে।

ভার্চুয়াল গ্যালারি সম্পর্কে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে জাদুঘরে আসতে পারে না। তাদের জন্য সত্যিই এটি অপূর্ব সুযোগ। ঘরে বসেই ক্লিক করে দেখার সুযোগ পাচ্ছে জাদুঘরের অমূল্য সম্পদ ও নিদর্শনগুলো। এতে ছাত্র-ছাত্রীরাও উপকৃত হবে। স্কুল-কলেজে শিক্ষকরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের সুযোগ পাবেন। পাশাপাশি দেশ-বিদেশের গবেষকরাও সহজেই পেয়ে যাবেন জাদুঘরের তথ্য ও নিদর্শন।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে তিন হাজার নিদর্শন অনলাইনে দেখা যাবে। পর্যায়ক্রমে বাকি নিদর্শনও দেখার সুযোগ মিলবে। এর মাধ্যমে জাতীয় জাদুঘরকে দেশের জনগণ ও বিশ্ববাসীর দোরগোড়ায় অত্যন্ত স্বল্প সময়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বরগুনার আলো