• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

করোনার সঙ্গে সামলাতে হচ্ছে গুজবও

বরগুনার আলো

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে প্রতিদিনই কোনও না কোনও গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা মানুষের মুখেমুখে। ফেসবুক ব্যবহারকারীদের ইনবক্সে করোনা সংক্রান্ত এসব গুজব  দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনায় আক্রান্ত, মৃত্যু সংখ্যা, চিকিৎসা, ধর্মের অপব্যাখ্যা এবং দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন বাহিনী থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নামেও গুজব ছড়ানো হয়েছে। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গত ১৫ দিনে র‌্যাব ও পুলিশ অন্তত ২৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসব গুজব এতটাই ব্যাপক আকারে ছড়িয়েছে যে  রাষ্ট্রের সর্বোচ্চ দফতর থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে জনগণকে সতর্ক ও সচেতন করতে হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী করোনা সংক্রমণ হওয়ার পর দেশে গুজব ছড়িয়ে একটি মহল দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি ছড়ানোর চেষ্টা হয়েছে। এসব ঘটনায় পুলিশ ২০ জনকে এবং র‌্যাব ৭ জনকে গ্রেফতার করেছে।

যেসব গুজব ছড়ানো হয়েছেঃ

গত ১৯ মার্চ সকাল থেকে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। যেখানে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। ওই অডিওতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে ২১ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে ইফতেখার মোহাম্মদ আদনান নামের এক চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে করোনা সংক্রান্ত ভুয়া তথ্য, ত্রাণ বিতরণ নিয়ে দেশের বাহিনীগুলোকে জড়িয়ে গুজব, র‌্যাবের নামে গুজব, করোনা ভাইরাস ছোঁয়াচে বা এটা কোনও রোগ না, করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা আবিষ্কার, বর্ণবিদ্বেষী প্রচারণা, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মুসলিমরা করোনাভাইরাসে আক্রান্ত হবে না, বাড়িভাড়া মওকুফ করা হয়েছে ইত্যাদি গুজব ছড়ানো হয়।

গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী যা করছেঃ

‘জনপ্রতিনিধিরা ত্রাণ বিতরণ করছে না, সশস্ত্রবাহিনী ত্রাণ বিতরণ করবে’ এবং ‘বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত’ এই দুটি গুজব এত দ্রুত ছড়িয়ে দেওয়া হয় যে প্রধানমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠাতে হয়েছে সরকারকে। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, এই ঘটনা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পরে। এছাড়াও গুজব প্রতিরোধে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনী বিভিন্ন এলাকায় মাইকিং করছেন, লিফলেট বিতরণ করছেন।

আইনশৃঙ্খলা বাহিনী মূলত দুইভাবে গুজব মোকাবিলায় কাজ করছে। প্রথমত, আইন প্রয়োগ করে এবং গুজবের বিরুদ্ধে কাউন্টার সচেতনতা প্রচার করা।

র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে র‌্যাবের পক্ষ থেকে সতর্কতামূলক পোস্ট হিসেবে জনগণের কাছে খুব অল্প সময়ের মধ্যে একটি পোস্ট  ভাইরাল হয়েছে, যেটা সম্পূর্ণ একটি গুজব। আপনারা এই ধরনের গুজবে বিশ্বাস এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। র‌্যাব ফোর্সেস এই ধরনের কোনও সতর্কবার্তা দেয়নি। গুজব হতে সাবধান হোন,অন্যকে সাবধান থাকতে সাহায্য করবেন। তথ্য যাচাই করুন, মিথ্যে রুখে সত্য জানুন।’

পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, ‘গুজব প্রতিরোধে আমরা নিয়মিত সাইবার পেট্রোল চালু রেখেছি।  এই টিমের সদস্যরা বর্তমানে গুজব প্রতিরোধে কাজ করছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।  এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যেসব পেজ বা আইডি, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো চিহ্নিত করেছি আমার। সেগুলো বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানানো হয়েছে।’

আইনি ব্যবস্থা ছাড়াও জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশজুড়ে আমরা সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি। এরকম কোনও তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছি।  গুজব কোনও কিছু দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা ৩৩৩ তে ফোন দিয়ে জানানোর অনুরোধ করা হয়েছে। অথবা স্থানীয় থানাকে জানালেও আমরা ব্যবস্থা নেবো।’

বরগুনার আলো