• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

দুই দেয়ালের মধ্যে আটকে গেল গরু

বরগুনার আলো

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই দেয়ালের মধ্যে আটকা পড়ে একটি গরু। অনেক চেষ্টা করেও গরুটি বের হতে পাচ্ছিল না। শেষ পর্যন্ত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে গরুটি উদ্ধার করেন।

রোববার বিকেলে কুলাউড়া পৌর শহরের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। গরুর মালিক পাশের জগন্নাথপুর এলাকার বাসিন্দা লাল মিয়া।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আলালপুরে দুটি বাড়ির সীমানাপ্রাচীরের মাঝখানে সামান্য জায়গা ফাঁকা। বিকেল পাঁচটার দিকে ওই ফাঁকা জায়গায় গরুটি আটকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখেন একটি বাড়ির লোকজন। গরুটি নড়াচড়া করতে পাচ্ছিল না। বিষয়টি কুলাউড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে।

গরুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জুড়ী, মৌলভীবাজার, সিলেট, ৫ এপ্রিল। ছবি: প্রথম আলো

গরুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জুড়ী, মৌলভীবাজার, সিলেট, ৫ এপ্রিল।

বেলায়েত হোসেন মুঠোফোনে  বলেন, ‘দুটি সীমানাপ্রাচীরের মাঝখানে ফাঁকা জায়গা একেবারেই কম। একজনকে ঢোকানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হই। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা নিই। পানির সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে সীমানাপ্রাচীরে ঢেলে পিচ্ছিল করি। এরপর দড়ি ফেলে কৌশলে গরুটিকে বেঁধে টেনে তুলি। এতে এক ঘণ্টার মতো সময় লাগে। গরুটির শরীরে কোনো আঘাত লাগেনি। পরে এটিকে মালিকের কাছে হস্তান্তর করা হয়।’ তিনি আরও বলেন, খাবার খেয়ে বেরোনোর চেষ্টাকালে ভুল পথে গিয়ে গরুটি আটকা পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বরগুনার আলো