• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অনেক: শাহরিয়ার আলম

বরগুনার আলো

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

করোনাকালীন সময়ে দেশের তরুণরাই সবথেকে বেশি এগিয়ে এসেছে। ডাক্তার, নার্স, নমুনা সংগ্রহকারী, স্বেচ্ছাসেবক এবং মরদেহ দাফনের ক্ষেত্রে যারা বয়সে তরুণ, এখন তারাই সর্বাগ্রে অগ্রসর। তাদের এই তারুণ্যের অনুপ্রেরণা বয়োজষ্ঠেদর জন্যও অন্যতম উৎসাহ। তারুণ্যের হাত ধরে দেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। শনিবার (১১ জুলাই) ‘ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ’ এর উদ্বোধনের মিডিয়া ব্রিফিং এবং লোগো উন্মোচনের সময় এ কথা  বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, ঢাকা সিটিকে ২০২০ সালের জন্য ওআইসি’র ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, বাংলাদেশে বৈশ্বিকভাবে যুবদের জন্য অনেক এগিয়ে আছে।

তিনি বলেন, ‘সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের সমতা এবং সক্ষমতা’ প্রতিপাদ্যে আয়োজিত হবে এবাবের উৎসব। আমরা আমাদের তারুণ্যের শক্তি দিয়ে শুধু নিজেদের ১৬০ মিলিয়ন জনসংখ্যা নয়, বরং ওআইসির দেশগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।

আয়োজনে এসময় আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের এবং ওআইসি সদস্যভুক্ত দেশের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে আরও বেশি মূর্ত হয়ে উঠবে। এছাড়া এর প্লাটফর্মের মাধ্যমে আমাদের অর্জনগুলো আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো।

তিনি বলেন, ইয়ুথ ক্যাপিটালের আয়োজন শেষ হলেও 'ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ' এর মাধ্যেম আমরা আমাদের দেশের তরুণদের নিয়ে কাজ করে যাবো। তাদের কিভাবে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা যায়, সে লক্ষ্যেই কাজ করা হবে। এছাড়া ১০ জনকে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’।

১২ এপ্রিল উদ্বোধনী আয়োজনের কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খুরশিদ খাস্তগীর, যুব ও ক্রীড়া মন্ত্রণালেয়ের সচিব আক্তার হোসেন সহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষপের মাধ্যমে দেশের যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকাকে ‘ওআইসির যুব রাজধানী ২০২০’ হিসেবে ঘোষণা করা হয়। এটি যুবকদের মধ্যে বাংলাদেশের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে গুরুত্ব রাখবে। গত এপ্রিলে এর উদ্বোধনের কথা থাকলেও করোনা পরিস্থির কারণে তা কিছুটা পিছিয়ে যায়।

বরগুনার আলো