• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনের সার্ভারে ৫ লাখ ৩০ হাজার দ্বৈত ভোটার

বরগুনার আলো

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২  

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে প্রায় ৫ লাখ ৩০ হাজার দ্বৈত ভোটার রয়েছে। এসব ভোটারদের নিয়ে করণীয় নির্ধারণে মাঠ পর্যায়ে কমিটি গঠন করে দিয়েছে ইসি।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বৈত ভোটারের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৯৯১ জন এবং একই সময়ে ইসির সার্ভারে ম্যাচ ফাউন্ড ভোটারের সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৭৩২ জন।

লিখিত প্রতিবেদনে হুমায়ূন কবীর জানিয়েছেন, দ্বৈত ভোটার হওয়ার প্রবণতার পেছনে রয়েছে ১০টি কারণ:
ক)  অজ্ঞতা
খ) ভোটার হিসাবে নিবন্ধনের পর এনআইডি কার্ড মুদ্রণ ও বিতরণে দীর্ঘসূত্রিতা অর্থাৎ সঠিক সময়ে এনআইডি কার্ড হাতে না পাওয়া
গ) দ্বৈত বোটার হওয়া দণ্ডনীয় অপরাধ—এ বিষয়ে যথেষ্ট প্রচার প্রচারণার অভাব
ঘ) বিবাহজনিত কারণে (মহিলা ভোটারদের পিত্রালয়ে বোটার হওয়া এবং পরবর্তীতে স্বামী/শ্বশুর বাড়িতে পুনরায় ভোটার হওয়া)
ঙ) তালাকপ্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম গোপন করে ভোটার হওয়া
চ) ভাসমান ভোটার
বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করা—
ছ) বিদেশ গমন
জ) সরকারি চাকরিলাভ
ঝ) অন্যের সম্পত্তি দখল
ঞ) অপরাধ সংঘটনের পর তা থেকে মুক্তিলাভ

ম্যাচ ফাউন্ডের ধরন সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সাথে ম্যাচ ফাউন্ড, এগুলোই সাধারণত দ্বৈত ভোটার। অন্যের সাথে ম্যাচ ফাউন্ড, যা দ্বৈত ভোটার নয়। ক্ষেত্রমতে, অ্যাফিস ম্যাচিংয়ে ধরা না পড়লে অর্থাৎ ম্যাচ ফাউন্ড না হলে দ্বৈত ভোটার হওয়া সত্ত্বেও দুটি এনআইডি ডাটাবেইজে অ্যাকটিভ থাকে।

যারা দ্বিতীয়বার ভোটার হয়েছেন এবং এনআইডি নিয়েছেন, সেসব ভোটারের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া অ্যাফিস ম্যাচিংয়ের ব্যবস্থা থাকার পর ও যেসকল কর্মকর্তার গাফিলতির কারণে দ্বৈত ভোটার হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।

এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের গঠিত কমিটি শুনানি করে ব্যবস্থা নিতে ইসিকে সুপারিশ করবে। শুনানিতে কারো উদ্দেশ্য অসৎ বলে প্রমাণিত হলে মামলার সুপারিশ করা হবে। আর সরল বিশ্বাসে একাধিকবার ভোটার হলে প্রথম এনআইডি রেখে  দ্বিতীয়টা কর্তন করা হবে।

দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী ভোটার। হিজড়া ভোটার আছে ৪৫৪ জন।

 

বরগুনার আলো