• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঈদ সামনে রেখে তাঁতশিল্প আবারও কর্মচঞ্চল

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

ঈদ সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লি। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তাঁতের খট খট শব্দে মুখরিত চারদিক। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে শাড়ি কিনতে আসছেন। করোনার প্রভাবে দীর্ঘদিন লোকসানের মুখে থাকা এ শিল্পটি আবারও কর্মচঞ্চল হয়ে ওঠায় আশার কথা বলছেন সংশ্লিষ্টরা।

তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। জেলার বেলকুচি, এনায়েতপুর, শাহাজাদপুরসহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত তাঁতশিল্প। এখানকার উৎপাদিত উন্নতমানের তাঁতের শাড়ির দেশজুড়ে সুনাম রয়েছে।

ঈদ মৌসুমে কাজের চাপ বেড়ে যাওয়ায় রাতদিন দম ফেলার সুযোগ থাকে না শ্রমিকদের। তাই ঈদ সামনে রেখে কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁত বুননের খট খট শব্দে মুখরিত এখন জেলার প্রতিটি তাঁতপল্লি। এখানে তৈরি হচ্ছে বাহারি নাম আর নতুন নতুন ডিজাইনের রং বেরঙের শাড়ি।

প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে শাড়ি কিনতে আসছেন। তাই কাজের চাপ বেড়ে যাওয়ায় খুশি তাঁত শ্রমিকরা। তারা বলেন, দিন রাত কাজ করতে হচ্ছে। কাজের বেশ চাপ। এতে পরিশ্রম বেশি হলেও কাজ থাকায়, আমরা খুশি।

করোনার প্রভাবে দীর্ঘদিন লোকসানের মুখে থাকা তাঁতশিল্প আবারও কর্মচঞ্চল হয়ে ওঠায় আনন্দিত তাঁতিরাও। গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা প্রকাশ করে তাঁতিরা বলেন, করোনার কারণে গত দুই বছর আমাদের কঠিন সময় পার করতে হয়েছে। এবার পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। যদিও পরিশ্রম বেশি হচ্ছে, তার সত্ত্বেও আমাদের ভালো লাগছে, কারণ আমাদের কর্ম আছে। আমাদের উৎপাদনের পরিমাণও বেড়েছে। আমরা ক্রয়াদেশও পাচ্ছি।  

এদিকে তাঁতশিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় অনিয়ন্ত্রিত রং ও সুতার বাজারব্যবস্থা সরকারিভাবে নিয়ন্ত্রণ করার দাবি জানায় মালিক সমিতির। এ বিষয়ে সিরাহগঞ্জের বেলকুচি পাওয়ারলুম ও হ্যান্ডলুম মালিক সমিতির সাধারণ সম্পাদত বৈদ্দ্যনাথ রায় বলেন, তাঁতসামগ্রী আমদানি করার জন্য যদি বিভিন্ন সুবিধা দেওয়া হয়, তাহলে আমাদের ঐতিহ্যবাহী তাঁতশিল্পটি বেঁচে যাবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় তাঁতশিল্পে প্রায় ৪ লাখ পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত।

বরগুনার আলো