• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নবগঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রস্পারিটিতে (আইপিইএফ) যোগদান করা বাংলাদেশের জন্য উপকারী হবে কি না, তা নিরূপণে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আইপিইএফ নিয়ে পর্যালোচনা করছি।

রোববার (১২ জুন) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। নতুন এ অর্থনৈতিক কাঠামো বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ২৩ মে টোকিওতে অন্য ১২টি দেশের সঙ্গে আইপিইএফ চালু করেন। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশ একসঙ্গে বিশ্ব জিডিপির ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, আইপিইএফে অন্যান্য দেশের যোগদানের সুযোগ থাকবে এবং ওয়াশিংটন আশা করে যে, বাংলাদেশ এটি নিবিড়ভাবে অনুসরণ করবে।

আইপিইএফের বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা আইপিইএফে যোগ দেবে কি না, সে বিষয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ থাকতে পারে। তবে আমরা শুধু তাই করবো, যা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নতির সঙ্গে কখনই আপস করেন না। পদ্মাসেতু জাতীয় স্বার্থে তার দৃঢ় অবস্থানের একটি বড় উদাহরণ। সুতরাং আমরা খুব খুশি যে, আমাদের খুব শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আমরা আমাদের দেশের ভালোর জন্য যা করা সম্ভব তা করবো। তবে আমরা অন্যদের পরামর্শও শুনবো, শুনতে তো ক্ষতি নেই।’

ড. মোমেন বলেন বলেন, ‘আইপিইএফ চারটি স্তম্ভের ওপর জোর দিয়েছে। সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা, তথ্য ব্যবস্থাপনা, দুর্নীতি ও মানি লন্ডারিং এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও ন্যায্য বাণিজ্য। অবাধ বাণিজ্যের জন্য ইন্দো-প্যাসিফিক এলাকায় সাপ্লাই চেইন এবং ইনক্লুসিভ ও ওপেন নেভিগেশনের বিষয়ে ঢাকার কোনো পর্যবেক্ষণ নেই। আমরাও চাই যে, সরবরাহ শৃঙ্খলে কোনো ব্যাঘাত না ঘটুক। তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ধারণা ঢাকার নীতির সঙ্গে মিলে যায়। কারণ বাংলাদেশ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এ অঞ্চলে অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ নৌচলাচল দেখতে চায়। কিন্তু আমাদের নীতিগুলো ছাড়া আইপিইএফে আর কী কী আছে, তা আমার জানা নেই।’

মন্ত্রী বলেন, ‘এটা একটা ভালো লক্ষণ যে, আইপিইএফ মানি লন্ডারিং ইস্যুতে জোর দিতে চায়। কারণ পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ ব্যাংক তাদের গোপনীয়তা আইনের কারণে বিদেশি নাগরিকদের অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে না। এটি ভালো খবর, যেহেতু আমরা কাউকে অবৈধভাবে দেশ থেকে অর্থ স্থানান্তরের অনুমতি দিই না। তাই আমাদের এটি দেখতে হবে। এ বিষয়ের আওতায় কী আছে, তাও ঢাকাকে বের করতে হবে।’

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম মার্চ মাসে দ্বিপক্ষীয় সংলাপে ব্যক্তিগতভাবে তথ্য শেয়ার করে আইপিইএফ সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ শুরু করে।’

বরগুনার আলো