• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বন্যায় ২৭৪২ কিমি রাস্তার ক্ষতি, মেরামতে খরচ ২৪০৬ কোটি

বরগুনার আলো

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সারাদেশে দুই হাজার ৭৪২ কিলোমিটার সড়ক ও ৬ দশমিক ৯৭১ কিলোমিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মেরামতে সরকারের খরচ হবে দুই হাজার ৪০৫ কোটি ৮৮ লাখ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ক্ষতি নিরূপণ প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের সড়ক। বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের দুই হাজার ৪৩১ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এ সড়কগুলো মেরামতে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে দুই হাজার ৫৩ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া এসব জেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২ দশমিক ৫৯৬ কিলোমিটার সেতুও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে খরচ ধরা হয়েছে ৭২ কোটি ৮৫ লাখ টাকা। সড়ক ও সেতু মেরামতে এ বিভাগের খরচ হবে দুই হাজার ১২৬ কোটি ৬৪ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে এরপরেই রয়েছে ময়মনসিংহ বিভাগ। বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় মোট ২৬৮ কিলোমিটার সড়ক ও ৩ দশমিক ৯৫৩ কিলোমিটার সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১৯৪ কোটি ৭ লাখ টাকা।

রংপুর বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ ২৫ কিলোমিটার। আর সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩২ মিটার। এগুলো মেরামতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৫০ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম বিভাগে এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ১৮ লাখ, ঢাকা বিভাগে দুই কোটি ৭৫ লাখ ও রাজশাহীতে ৯৮ লাখ টাকা।

বরগুনার আলো