• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে নৌ-পুলিশ

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি তৎপর থাকবে নৌ-পুলিশ। সারা দেশে নৌ-পুলিশের বেশ কয়েকটি কন্ট্রোল রুমসহ মাঠে থাকবে ১১টি ইউনিট। পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনেও ইউনিটগুলো বিশেষ নিরাপত্তায় সতর্কাবস্থায় থাকবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান নৌ-পুলিশের সদর দপ্তরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম।

আইজি মো. শফিকুল ইসলাম বলেন, সারা দেশে ৩২ হাজার ১৬৮টি এবং রাজধানীতে ২৪২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সারা দেশে বিভিন্ন নদীকেন্দ্রিক ৭৯২টি পূর্জামণ্ডপে নৌ-পুলিশ সরাসরি দায়িত্ব পালন করবে। বিভিন্ন নদীর ৭৭টি ঘাটে প্রতিমা বিসর্জন করা হবে। সব ঘাটেই নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্কাবস্থায় থাকবে। ৭৭টি ঘাটে যুগ যুগ ধরেই প্রতিমা বিসর্জন করা হচ্ছে। প্রতিটি ঘাটই সিসি ক্যামেরার আওতায় থাকবে।

নৌ-পুলিশ প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহসভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাসসহ প্রায় ২০ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশ থেকে  নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মতবিনিময় সভায় নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান, মো, শফিকুল ইসলাম, পংকজ চন্দ্র রায়, এসপি গৌতম কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

বরগুনার আলো