• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফখরুল-মোশাররফ দ্বন্দ্বে অস্থির বিএনপি

বরগুনার আলো

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

দুই সিনিয়র নেতার ব্যক্তিগত দ্বন্দ্বে অস্থির গোটা বিএনপি। একজন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাদের এ দ্বন্দ্বের কারণে বিএনপিতে এক ধরনের অস্থির অবস্থা বিরাজ করছে।
দলীয় সূত্র জানিয়েছে, দুইজনেরর দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, মির্জা ফখরুল যেখানে যাচ্ছেন; ড. খন্দকার মোশাররফ হোসেন সেখানে অনুপস্থিত থাকছেন। আবার খন্দকার মোশাররফ হোসেন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেখানে বিএনপি মহাসচিব যাচ্ছেন না।

সম্প্রতি বিএনপির একটি সহযোগী সংগঠনের কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা ছিল ড. খন্দকার মোশাররফ হোসেনের। তিনি প্রথমে রাজি হলেও সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা শুনে ব্যস্ততার বাহানায় তিনি এড়িয়ে যান।

বিএনপির নেতাকর্মীরা জানান, এমন ঘটনা একটি নয়। বহুদিন ধরেই একজন আরেকজনকে এড়িয়ে যাচ্ছেন বিএনপির এই দুই সিনিয়র নেতা। আর এসব ঘটনার সাক্ষী দলের নেতাকর্মীরাও।

এদিকে, আন্দোলন ইস্যুতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপেও মির্জা ফখরুলসহ অন্য নেতাদের দেখা গেলেও সেখানে অনুপস্থিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি যেন একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছেন।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নয়, তারেক রহমানের সঙ্গেও যোগাযোগ করছেন না ড. খন্দকার মোশাররফ হোসেন। সম্প্রতি তারেকের নির্দেশে কর্নেল অলি আহমেদের বাসায় সংলাপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ড. খন্দকার মোশাররফ হোসেনকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, খালেদা জিয়ার ঘনিষ্ঠ ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির অন্যতম সিনিয়র নেতা। দলের বিভিন্ন সংকটে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন বারবার। বর্তমানে বিএনপির সব কার্যক্রমে তার থাকা উচিত। কিন্তু তিনি এভাবে নিজেকে গুটিয়ে নিলে পরবর্তীতে দলীয় কর্মকাণ্ডে তার কোনো সিদ্ধান্ত নেতাকর্মীরা মানবে না।

তারা আরো বলেন, অনভিজ্ঞ তারেক রহমান ও মির্জা ফখরুলের নানা ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির সঙ্গে ড. খন্দকার মোশাররফের দূরত্ব তৈরি হয়েছে। শিগগিরই এ দূরত্ব কমিয়ে না নিলে আগামীতে বিএনপি আরো বড় সংকটের মুখোমুখি হবে।

বরগুনার আলো