• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশি বন্দিদের আইনি সহায়তা দেবে সরকার

বরগুনার আলো

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

চলতি বছরের জুলাই মাসে গ্রেফতার হন নাইজেরিয়ান নাগরিক জিম আয়ার (৪০)। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ও বেআইনিভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। এসব মামলায় বর্তমানে সে নাটোর জেলা কারাগারে বন্দি। আর্থিকভাবে অসচ্ছল ও সহায় সম্বলহীন এই বিদেশি নাগরিককে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে অসচ্ছল ও পারিপার্শ্বিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিদেশি নাগরিক যারা বিভিন্ন ফৌজদারি মামলায় কারাগারে বন্দি রয়েছেন তাদের আইনি সহায়তা প্রদানের পথ উম্মুক্ত হলো। যদিও এতদিন শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দরিদ্র ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ তাদেরকে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছিল। এরই ধারাবাহিকতায় বিদেশি বন্দি নাগরিকরাও এখন থেকে আইনি সহায়তা পাবেন।

এ প্রসঙ্গে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জ্যেষ্ঠ জেলা জজ আমিনুল ইসলাম বলেন, যেসব বিদেশি নাগরিক বাংলাদেশের ভূখণ্ডে অপরাধ সংঘটন করেছেন তাদের বিচার হচ্ছে এদেশের আইনে। ফলে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে আইনগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া ছাড়া কাউকে সাজা দেওয়া যায় না। তাই আটক বিদেশি বন্দিরা যেন তাদের বক্তব্য আইনজীবীর মাধ্যমে আদালতে তুলে ধরতে পারেন সে লক্ষ্যেই এই আইনি সহায়তা প্রদান। তিনি বলেন, জিম আয়ার নামে নাইজেরিয়ান নাগরিককে আমরা প্রথম আইনগত সহায়তা দিচ্ছি। পরবর্তীকালে অন্য বিদেশি বন্দিরা যেন এই সুযোগ পান সেজন্য সকল কারাকর্তৃপক্ষ বরাবর একটি সার্কুলার পাঠানো হবে।

কারা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে ১৭টি দেশের ৪৯৫ জন নাগরিক কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক অর্থাত্ ২৭৪ জন হলেন মিয়ানমারের নাগরিক। ভারতের ১৪৯ জন। পাকিস্তানের ২৭, মালয়েশিয়ার সাত ও ক্যামেরুনের চার জন নাগরিক রয়েছেন। কারাগারে বন্দি বিদেশি নাগরিকদের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ৫৭ জন। আর বিচারাধীন বন্দি রয়েছেন ৩৫২ জন। মুক্তি পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা ৮৬ জন। বন্দি বিদেশি নাগরিকরা মাদক, জাল টাকা, প্রতারণা, বেআইনিভাবে অনুপ্রবেশ, এটিএম বুথে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত।

এদিকে জিম আয়ারকে আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসারকে চিঠি দিয়েছে নাটোর জেলা কারা কর্তৃপক্ষ। ঐ চিঠিতে বলা হয়, দণ্ডবিধির ৪০৬/৪১৯/৪২০ ধারায় এবং পাসপোর্ট আইনের ৩(৩) ধারায় দায়েরকৃত দুটি মামলায় জিম আয়ার নাটোর কারাগারে আটক রয়েছেন। যেহেতু তিনি একজন বিদেশি নাগরিক সেহেতু তাকে আইনগত সহায়তা প্রদান আইন অনুসারে আইনি সহায়তা পাবে কিনা সেই বিষয়ে মতামত প্রয়োজন। পরবর্তীকালে নাটোরের লিগ্যাল এইড অফিসার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জেলা জজ আমিনুল ইসলাম বরাবর চিঠি পাঠান। ঐ চিঠি পাওয়ার পরই আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে, জিম আয়ারকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। যেহেতু অসচ্ছল ও পারিপার্শ্বিক কারণে ঐ বিদেশি নাগরিক আইনজীবী নিয়োগ করার সুযোগ পাচ্ছেন না সেহেতু তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপার্সন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সদস্য অ্যাডভোকেট জেডআই খান পান্না বলেন, সরকারের এই ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে বিদেশি বন্দিরা তাদের বক্তব্য আইনজীবীর মাধ্যমে আদালতে তুলে ধরে নিজেকে নির্দোষ দাবি করার সুযোগ পাবেন।

বরগুনার আলো