• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

পাসপোর্ট আবেদনকারীর নথি ঝাড়ুদারের দখলে

বরগুনার আলো

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১  

পাসপোর্ট আবেদনকারীর নথি কৌশলে সংগ্রহ করেন অধিদপ্তরের এক ঝাড়ুদার। পরে তা তুলে দেন প্রতারকদের হাতে। প্রতারকরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে ভেরিফিকেশনের জন্য দাবি করেন টাকা।

আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের সেই ঝাড়ুদার এবং এসবির সাব-ইন্সপেক্টর পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভেরিফিকেশনের জন্য টাকা চাইলে সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগের পরামর্শ পুলিশের।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দাবি করছেন টাকা। পরিচয় নিশ্চিত কিংবা যাচাই-বাছাই না করেই টাকা দিতে সম্মতি প্রদান পাসপোর্ট আবেদনকারী।

পাসপোর্ট আবেদনকারী মোহাম্মদ জানে আলম জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন আগারগাঁও অফিসে। চার-পাঁচ দিন পর পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে টাকা দাবি করা হয়।

এ রকম আরও বেশকিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানতে পারে একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করার পর জানা যায় তাদের মধ্যে মফিজুল হক টুটুল আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের ঝাড়ুদার ও মালি। বাকি দুজন পেশাদার প্রতারক চক্রের সদস্য।

পাসপোর্ট আবেদনকারীদের নাম, ঠিকানা ও মোবাইল সংবলিত নথি কৌশলে সংগ্রহ করত টুটুল। পরে তা তুলে দিত চক্রের বাকি সদস্যদের কাছে। এবার তারা পুলিশ পরিচয়ে বাসায় না গিয়েই ভেরিফিকেশন করে দেওয়ার নামে টাকা দাবি করত।
 
সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার (ডিবি) মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশের যে কোনো বৈধ নাগরিক আপনার পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য। না হলে এ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সরকারি টাকা (ফি) ছাড়া কোথায় কোনো অর্থ প্রদান করতে হবে না।  

পুলিশের দাবি, স্পেলাশ ব্রাঞ্চের কেউ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেয় না। নিয়ম হচ্ছে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার  মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এসবির সাব ইন্সপেক্টররা কখনোই ফোনে তথ্যযাচাই বাছাই করবে না। তারা ভেরিফিকেশনের জন্য বাসায় যাবে, তারা পরিচয় দেবে, যারা পাসপোর্ট অফিসে যায় পাসপোর্ট করার জন্য তাদের কাছে। কেউ যেন কোনো দালাল বা প্রতারক চক্রের কবলে না পড়ে সেদিকে নজর রাখবেন।

বরগুনার আলো