• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

বরগুনার আলো

প্রকাশিত: ১২ জুন ২০২২  

রাজধানী ও ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ১৫২ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ঢাকা মহানগরের ভাটারা, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা ও ঢাকা জেলার আশুলিয়া এলাকায় একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

আটকরা হলেন- মো. আশরাফ উদ্দীন (৩৭), নাদিয়া আক্তার শান্তা (২৩), পারভিন আক্তার (২৮), জিল্লুর রহমান, মো. দিপু ও মো. জসিম। শুক্রবার (১০ জুন) থেকে শনিবার (১১জুন) দুপুর পর্যন্ত ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

উপ-পরিচালক মো. মাসুদ হোসেন জানান, ভাটারা থানাধীন নর্দ্দা বাসস্ট্যান্ড সংলগ্ন তিন ভাই জেনারেল স্টোরের সামনে থেকে কক্সবাজারের উখিয়ার মো. আশরাফ উদ্দীনকে (৩৭) পাঁচ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি বিশেষ কায়দায় প্যান্টের পকেটে এ ইয়াবা বহন করছিলেন। এসময় অপারেশনাল টিমের উপস্থিতি টের পেয়ে উখিয়ার রাজা পালং এলাকার মোহাম্মদ জাফর (৪৩) পালিয়ে যায়।

ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের অন্য একটি টিম উত্তরা ও আশুলিয়া এলাকায় অভিযান চালায়। আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ নাদিয়া আক্তার শান্তা (২৩) ও পারভিন আক্তারকে (২৮) আটক করা হয়। তারা কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া রত্না পালং এলাকার বাসিন্দা। খিলগাঁও সার্কেলের একটি অপারেশনাল টিম বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ১৫২ পিস ইয়াবাসহ জিল্লুর রহমান, দিপু ও জসিম নামে তিনজনকে আটক করে।

মাসুদ হোসেন বলেন, ‘উখিয়া থেকে ইয়াবা এনে রাজধানীর ভাটারা, উত্তরা ও আশুলিয়া এলাকায় মাদক বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন আটকরা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে। আটকদের দেওয়া তথ্যে এ চক্রের অন্য সদস্যদেরকে ধরতে অভিযান অব্যাহত থাকবে।’

বরগুনার আলো