• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

সাগরদী খালে ওয়াকওয়ে ও সাইকেলিং ওয়ে নির্মাণ কাজ শুরু

বরগুনার আলো

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪  

বরিশাল নগরের সাগরদী খালের দুই পাড়ে সোয়া চার কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সাইকেলিং ওয়ে নির্মাণ কাজ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।বুধবার দুপুরে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এই কাজের উদ্বোধন করেন। এসময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন রয়েল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনূর বেগম, আয়েশা তৌহিদ লুনা, ইসরাত জাহান লাভলী, রেশমী বেগম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালবাসী নৌকাকে বিজয়ী করেছে। তাই বরিশালের উন্নয়ন এখন নিশ্চিত। বিদেশীরাও এখন বরিশালে আগ্রহ দেখাচ্ছে।

মেয়র বলেন, আমি আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী নগরীর সাতটি খাল পুনরুদ্ধারের এবং খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণের যে  প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করবো। এরই ধারাবাহিকতায় সাগরদি খালের দুই পাশে ওয়াকওয়ে ও সাইকেলিং ওয়ে নির্মাণ শুরু হয়েছে।

জানা গেছে, সাগরদি খালের দুপাশে ১২৪০ মিটার ওয়াক ও সাইকেলিং ওয়ে এবং পাশেই ৮৬টি বসার কনক্রিট বেঞ্চ, ১৫০টি স্টিল ডাস্টবিন, ৬৮টি ফ্লাড লাইট, এপ্রোচ র‌্যাম্প ৪টি এবং পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাবদ প্রকল্পটিতে খরচ হবে ৪ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ৮৪০ টাকা। ওয়াক ওয়ের প্রস্থ হবে ৫ দশমিক ৫ মিটার ও সাইকেলিং ওয়ের প্রস্থ হবে ৪ দশমিক ৫ মিটার।

মেয়র বলেন, বরিশাল নগরীর খালগুলো খনন ও উদ্ধারের কাজ গত মাসেই শুরু হয়েছে। সাগরদী খাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানে হাটতে পারবে, সাইকেলিং করতে পারবে, ঘুরতে আসতে পারবে।

এসময় তিনি জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন জনগণ। এখন আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি সে লক্ষ্যে কাজ করে যাব। আমি অগ্রিম কোন কিছু বলতে চাইনা, তবে বরিশালের উন্নয়ন হবে এটা নিশ্চিত। আমাদের মন্ত্রণালয়সহ বিদেশীরাও বরিশালের উন্নয়নের স্বার্থে সহায়তা করছে এবং করবে।

বরগুনার আলো