• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাজধানীতে যানজট: আলোর দিশা দেখাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

যানজটে নাকাল রাজধানীবাসীর কাছে মেট্রোরেলের পর আলোর আরেক দিশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে রেললাইনের ওপরের অংশের ক্রস বিম বসানোকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চলতি মাসে শুরু হওয়া এ কাজ সঠিকভাবে শেষ করতে পারলে এক্সপ্রেসওয়ের নতুন মাইলফলক তৈরি হবে। ১১১টি পিলারের ওপরে এ পথ হবে বনানী থেকে তেজগাঁও পর্যন্ত।

ধীরে ধীরে জেগে উঠছে নতুন একটি স্বপ্ন। নতুন একটি পথ দিশা দেখাচ্ছে আগামীর আধুনিক ঢাকার। নাছড়বান্দা যানজটকে পিছু হটাতে এ প্রকল্প যেন যাদুরকাঠি। বিশেষ করে ঢাকা শহরের উত্তর-দক্ষিণ অংশের সংযোগ আর ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়াতে এ প্রকল্প ঘিরেই হতে পারে সমাধানের পথ।

এরই মধ্যে বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত উঠে গেছে ভায়াডাক্ট। বনানী হয়ে মহাখালী তেজগাঁও পর্যন্ত কাজ যতটুকু এগিয়েছে তাতেই ঘাড়ের ওপর স্বস্তির নিঃশ্বাস ফেলছে এ প্রকল্প।

এ বিষয়ে মহাখালীর এক বাসিন্দা বলেন, যানবাহন বাড়ছে, কিন্তু রাস্তা তো বাড়ছে না। ওই হিসাব করলে আমাদের অনেক সুবিধা হবে।

প্রকল্পে কাজ করা এক শ্রমিক বলেন, দেশের জন্য কাজ করতে পারছি, এটা আমার জন্য আনন্দের।

বছরখানেক হলো গতি এসেছে প্রকল্পের কাজে। বিমানবন্দরের পরে রেললাইন ধরে হাঁটলেই বোঝা যায় সত্যি হচ্ছে স্বপ্ন। নিচের রেলপথ ঠিকঠাক রেখে পুরো প্রকল্পের এ অংশের কাজকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেফটি অ্যান্ড কো-অর্ডিনেশন ম্যানেজার মো. বিল্লাল হোসেন বলেন, রেললাইনের ওপর ক্রসবিমগুলো তৈরি করা, তার ওপরে টিগার্ডার করা, তার ওপরে সমান্তরাল রাস্তা তৈরি, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আপনি কল্পনা করেন, নিচে দিয়ে রেল যাচ্ছে, ওপর দিয়ে আমরা কাজ করব।

তিন ধাপে বিমানবন্দর থেকে কুতুবখালী। পুরো অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক সাত তিন কিলোমিটার। মোট র‌্যাম্প ৩১টি। র‌্যাম্পসহ মোট দৈর্ঘ্য ৪৩ দশমিক সাত তিন কিলোমিটার। কাজ শেষের আপতত লক্ষ্যটা ডিসেম্বর। এ সময়ে সবকটি র‌্যাম্পসহ বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত চালুর লক্ষ্যেই চলছে মহাযজ্ঞ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের হেড অব কনস্ট্রাকশন জাও সুগং বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর। সব ঠিক থাকলে কর্তৃপক্ষকে দেওয়া কথা আমরা রাখতে পারব। পিপিপিতে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৮ হাজার ৯৪০ চল্লিশ কোটি টাকা।

বরগুনার আলো