• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমবিবিএস পেছালেও এগিয়েছে ডেন্টালের ভর্তি পরীক্ষা

বরগুনার আলো

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

স্বাস্থ্য অধিদফতরের অধীনে সরকারি ও বেসরকারি মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর। এর আগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ছিল ৪ অক্টোবর। কিন্তু দূর্গাপূজা থাকবে- এমন কথা জানিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের লিখিত অনুরোধের প্রেক্ষিতে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ১১ অক্টোবর ধার্য করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এদিকে সংশয় হচ্ছে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হল খালি পাওয়া যাবে কি-না।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবিব আজ (১৫ সেপ্টেম্বর) বলেন, ১১ অক্টোবরই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হল পাওয়া নিয়ে অনিশ্চিয়তা দূর হয়েছে।

এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছালেও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৮ নভেম্বর পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা এগিয়ে ১ নভেম্বর করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ডেন্টালের ফরম বিতরণ শুরু হবে বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট থেকে অনলাইনে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আবেদনপত্র গ্রহণ করা হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৬৮টি। তার মধ্যে তিন হাজার ৯৬৬টি সাধারণ, ৮২টি মুক্তিযোদ্ধা কোটা এবং ২০টি উপজাতি কোটা রয়েছে।

এছাড়া বেসরকারি ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছয় হাজার ২৩১টি। সার্ক ও নন-সার্কভুক্ত দেশসমূহের জন্য সংরক্ষিত আসন সংখ্যা এক হাজার ৭৮৩টি।

১১ অক্টোবর রাজধানীসহ সারাদেশের মোট ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞান ১০ নম্বর থাকবে।

বরগুনার আলো