• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

জেএসসিতে এবারও দেশ সেরা বরিশাল

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮  

 অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। ৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।
গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ। এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড।
সূত্র মতে, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারে জেএসসি পরীক্ষায় বেড়েছে পাসের হার, তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে বরিশাল বোর্ডে মোট পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যা গত বছরছিলো ৯৬ দশমিক ৩২ শতাংশ।

এদিকে গত বছর যেখানে জিপিএ-৫ ছিলো ৮ হাজার ৪৩১ সেখানে এবার তা প্রায় অর্ধেকের মতো কমেছে।

বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ২০১৭ সালের থেকে ৩ হাজার ৫২৫ টি কমে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬। মোট জিপিএ-৫ এর মধ্যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় দ্বিগুণ জিপিএ-৫ পেয়েছে। যেখানে ছেলেরা পেয়েছে মাত্র ১ হাজার ৮০১ টি, সেখানে মেয়েরা পেয়েছে ৩ হাজার ১০৫টি।

আবার বিগত বছরের থেকে এবারে জেএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ছিলো ৬১ হাজার ৩ শত জন।

অপরদিকে গতবছর ৩ হাজার ৫৪০ জনর পরীক্ষার্থী কম অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭১৮ জন এবং ছাত্রী ছিলো ৬২ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পাস করেছিলো ১ লাখ ১৪ হাজার ৩৫ জন।

এছাড়াও এবার গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবার ৪৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়, যা গত বছর ছিলো ৫৯ জন।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এবার জেএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারই প্রথম চতুর্থ বিষয় পরীক্ষা না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কম। তবে তুলনামূলকভাবে বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার বেশি।

বরগুনার আলো