• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

বরিশাল বোর্ডে এসএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২১ শতাংশ

বরগুনার আলো

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  


এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে বরিশাল বোর্ডে। তবে শুধু নিয়মিত পরীক্ষার্থীই নয়, বেড়েছে অনিয়মিত সংখ্যাও। যা গতবছরের তুলনায় প্রায় তিন হাজার বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর এসএসসি দেওয়ার কথা। যা গত বছরের চেয়ে পাঁচ হাজার ৫০৮ জন বেশি। বোর্ডটিতে গতবছর পরীক্ষার্থী ছিল এক লাখ ৭ হাজার ৫৭৫ জন।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ। এছাড়া গত বছরের চেয়ে এবার দুই হাজার ৭৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী বেশি। গত বছর অনিয়মিত পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৬১২ জন।

এছাড়া এবার জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দেবে ১২২ জন। যা গতবছরের হিসেবে ২২ জন কম। গত বছর জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছিল ১৪৪ জন।

পাশাপাশি এবার বরিশাল বোর্ডে কেন্দ্র সংখ্যাও বেড়েছে। গতবার ছিল ১৭৬টি কেন্দ্র। এবার ১৭৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বরিশালটাইমসকে জানান, বরাবরের মতো এবারও বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার ৩৭ হাজার ৮১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ১৯ হাজার ৭০৪ জন ছাত্রী।

২০২০ সালের এসএসসিতে বোর্ডের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থী ঝালকাঠির। এ জেলার এসএসসি পরীক্ষা দেবে ১০ হাজার ৫৮১ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র চার হাজার ৮৮৫ জন এবং পাঁচ হাজার ৬৯৬ জন ছাত্রী।

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বরগুনা ও বরিশালের দুটি কেন্দ্রে বৃদ্ধি পেয়েছে পরীক্ষার্থী। এরমধ্যে একটি বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয়। অপরটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

তিনি এও বলেন, পরীক্ষা নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এরইমধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের কন্ট্রোল রুমের মোবাইল নম্বরগুলো হলো-০১৭১২১৭৪৬৬৯, ০১৭১২১৩৫৩৫৯, ০১৭১১৪৭২৮৯৫। এছাড়া টেলিফোন নম্বর ০৪৩১৬৪০৮৫, ০৪৩১৬৫১৮২, ফ্যাক্স নম্বর ০৪৩১৬৫১৮২, ই-মেইল [email protected]

আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার একযোগে সারাদেশে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।

বরগুনার আলো