• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে

প্রশ্নপত্র ফাঁস মুক্ত এইচএসসি পরীক্ষা সম্পন্ন হওয়ার পথে

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯  

চলতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো প্রকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ছাড়াই শেষ হয়েছে বেশকিছু বিষয়ের পরীক্ষা। এছাড়া ২০১৯ সালের শুরুতে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পর এবার এইচএসসিতেও প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পথে। আগামী ১২ মে শেষ হবে এইচএসসি পরীক্ষা- ২০১৯।

প্রশ্নপত্র ফাঁস মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়তে বরাবরই তৎপর ছিলো সরকার। তা নতুন মাত্রায় শুরু হয় নতুন বছরে শুরুতে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের মতো অপতৎপরতা রুখে দিতে কঠোর অবস্থান নেয় সরকার। যার ফলে বছরের শুরুতে এসএসসি পরীক্ষায় কোন প্রকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আর সেই সফলতার ধারা ধরে রাখা হয়েছে এইচএসসি পরীক্ষাতেও।

শিক্ষাবিদরা বলছেন, সরকারের এই প্রচেষ্টা ধরে রাখতে পারলেই অশিক্ষা ও দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে জাতি। কেননা, ফাঁসকৃত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থী নামমাত্র পাস করলেও তা মূলত অশিক্ষারই নামান্তর।

প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপতৎপরতায় সরকার কঠোর হয় ২০১৮ সালের শুরুতে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো গুজব ও অপতৎপরতা রোধে কঠোর অবস্থান নেয় বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ছাড়াই সফলভাবে শেষ হয় গত বছরের পাবলিক পরীক্ষাগুলো। সেই ধারাবাহিকতায় চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষাকে প্রশ্ন ফাঁস মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরকার। প্রশ্ন ফাঁসকারীদের গ্রেফতার করতে বিশেষ অভিযানও পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণেই পাবলিক পরীক্ষাগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে আরেক শিক্ষাবিদ বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রশ্নপত্র ফাঁস নামক সামাজিক ব্যাধি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ফলে রক্ষা পেয়েছে শিক্ষা খাত। তবে সমাজ থেকে প্রশ্নপত্র ফাঁস, নকলের মতো সামাজিক ব্যাধিসমূহ পুরোপুরি নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো অব্যাহত রাখলে আর কেউ এমন অপতৎপরতায় জড়াতে সাহস পাবে না। সরকারের আন্তরিকতায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হয়েছে। ফলে অশিক্ষার হাত থেকে অচিরেই মুক্তি পাবে জাতি।

বরগুনার আলো