• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

ঝন্টুর সঙ্গে কাজ করে স্বপ্ন পূরণ হচ্ছে অনন্ত জলিলের

বরগুনার আলো

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

দেশের খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে কাজ করা স্বপ্নের মতো ছিল বলে জানিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। প্রথমবারের মতো এই নির্মাতার  ২১ কোটি বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

ইতোমধ্যেই শুরু হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনায় নির্মিত ‘অপারেশন জ্যাকপট’-এর শুটিং। যে সিনেমায় একদমই ব্যতিক্রম চরিত্রে দেখা মিলবে অনন্ত জলিলের। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিংসেট থেকে ভাইরাল হয়েছে ছবিতে তার চরিত্রের লুক।  

যেখানে অভিনেতাকে দেখা গেছে পরনে লুঙ্গি ও গলায় গামছা এবং রেডিও হাতে।  এই নায়কের ভাষায়, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সিনেমার দর্শকরা। চরিত্রের প্রয়োজনেই তিনি প্রথমবার এমন লুকে হাজির হতে যাচ্ছেন। তারই শুরুটা হলো শুক্রবার বিএফডিসি’র ২ নম্বর ফ্লোর থেকে।

পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমার। ঝন্টুর সঙ্গে কাজ করা তার স্বপ্ন জানিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার একটা স্বপ্ন ছিল যে ঝন্টু আংকেলের সঙ্গে কাজ হবে। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। ঝন্টু আংকেল এশিয়া উপমহাদেশের একজন নামকরা ব্যক্তি, ব্যক্তিত্ব, নির্মাতা ও লেখক। উনার তুলনা আসলে উনি নিজেই। উনার সঙ্গে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি। উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব বলে আশা করি। আমার ভিতর যে দুর্বলতা আছে সেটা স্যার বলে দিবে এরপর সেভাবে কাজ করার চেষ্টা করব।’

গত ২৯ ডিসেম্বর থেকে প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর গাজীপুরসহ চারটি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি অংশের শুটিং।

সিনেমায় অনন্ত জলিল ছাড়াও শুটিংয়ে এফডিসিতে অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, রেবেকা, মিশা সওদাগর, অমিত হাসান, রোশান, নিরব, আমান রেজা, ইমন, জয় চৌধুরী, ওমর সানী, শহিদুল ইসলাম সাচ্চু, ডন, ড্যানি সিডাক, শিবা শানু, গাংগুয়া, বড়দা মিঠু, জাদু আজাদ, নাদের চৌধুরী, সাদেক সিদ্দিকী, সাব্বির, মেহেদী হাসান ফাহিম, সাগর, খালেদ সুজন, পীরজাদা হারুন, পল্লব, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্রসহ অনেকে।

বরগুনার আলো