• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নওয়াজুদ্দিনের ছবিতে অভিনয় করছেন তাহসান!

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

নাটক, সিনেমা, বিজ্ঞাপন কিংবা গানের ভিডিওতে তাহসানকে যেভাবে সচরাচর পাওয়া যায়, এবার তা থেকে বেশ আলাদা আবহে হাজির হচ্ছেন দেশের অন্যতম জনপ্রিয় এই নায়ক-গায়ক। বিশেষ করে তার এমন দাড়ির কাটিং দর্শকদের আগাম ভাবনায় ফেলে দিয়েছে।

তাহসানের এই লুকে আসার অন্যতম কারণ ভারতের নন্দিত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি! কারণ, তার প্রযোজিত ও অভিনীত ছবিতে যুক্ত হলেন তাহসান খান। ছবিটির নাম ‘নো ল্যান্ডস ম্যান’।
এতে এভাবেই পাওয়া যাবে ‘যদি একদিন’-খ্যাত নায়ক তাহসান খানকে। ছবিসহ খবরটি মঙ্গলবার (১৯ নভেম্বর) এক মেইল-বার্তায় নিশ্চিত করেন মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, নওয়াজুদ্দিন সিদ্দিকির পাশাপাশি ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তাহসান খান। তিনি জানান, এতে তাকে দেখা যাবে মাসুদ নামের একটি চরিত্রে।
ইংরেজি ভাষায় নির্মিতব্য, এরমধ্যেই আলোচিত হওয়া ‘নো ল্যান্ডস ম্যান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভারতের নওয়াজুদ্দিন সিদ্দিকি। ছবিটির অন্যতম প্রযোজক হিসেবেও থাকছেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।
চলচ্চিত্রটির চিত্রনাট্য ইতোমধ্যে একাধিক ফেস্টিভালে ফান্ড জিতে নিয়েছে। ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয় এটি। এছাড়া একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেওয়া অ্যাপসা ফিল্ম ফান্ড অর্জন করে।
ভারতের নন্দিত অভিনেতা নওয়াজুদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেও। চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি। নির্মাতা সূত্র এবং তাহসান জানিয়েছেন, জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে, যা চলবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন স্থানে।

বরগুনার আলো