• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

দর্শক আমাকে বিদায় করে দেবে: শাহরুখ খান

বরগুনার আলো

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘জিরো’। বক্স অফিস ও সমালোচক—ছবিটি সবার কাছে শূন্য পাওয়ার পর যেন হারিয়ে গেছেন শাহরুখ খান। মানে, এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি তিনি। সর্বশেষ কয়েকটা ছবির আশানুরূপ ব্যবসা না করা আর বড় পর্দায় মুখ দেখানোর ব্যাপারে সম্প্রতি তিনি কথা বলেছেন বিবিসির সঙ্গে।

‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘যব হ্যারি মেট সেজাল’, ‘রইস’, ‘জিরো’—কোনো ছবিতেই পরিচিত শাহরুখ খানকে পাওয়া যায়নি। ছবিগুলোয় শাহরুখ খান নিজের মতো জ্বলে উঠতে পারেননি। ‘ডিয়ার জিন্দেগি’ যা একটু ভালো করেছে, তবে তা যতটা না শাহরুখ খানের কৃতিত্ব, তার চেয়ে বেশি আলিয়া ভাটের।

ছবিগুলো কেন ফ্লপ করেছে? বিবিসির সাংবাদিককে শাহরুখ খানের সোজাসাপ্টা জবাব, ‘ছবিগুলো ভালো হয়নি, তাই ভালো করেনি। আমরা সবাই মিলে খারাপ ছবি বানিয়েছি। হ্যাঁ, এই সহজ উত্তরটাই সঠিক উত্তর।’

 

শাহরুখ খান। ছবি: আইএএনএস

শাহরুখ খান আরও বলেন, ‘ভারতীয়রা সবাই যেমন ক্রিকেট খেলতে জানে, সবাই তেমন ছবি বানাতেও জানে। তাই ভালো, খারাপ—সব ধরনের ছবিই নির্মিত হয়, নির্মিত হবে। একটা ছবি খারাপ ব্যবসা করার কেবল একটাই কারণ, ছবির গল্পটা ভালোভাবে বলা হয়নি। আর কোনো কারণ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা বিনয় না, এটা সততা। আমি দর্শকদের চাকরি করি। দর্শক আমার বস। আমি যদি খারাপ করি, তারা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে।’

এই মেগাস্টার সম্প্রতি তাঁর ৫৪তম জন্মবার্ষিকীতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁর বড় সন্তান আরিয়ান খানের সঙ্গে তাঁর গত বছরের একটি কথোপকথন প্রকাশিত হয়। সেখানে শাহরুখ খান বলেছেন, ‘আরিয়ান আর সুহানা “বাজিগর”, “কুছ কুছ হোতা হ্যায়” ছবি দেখে বড় হয়েছে। কিন্তু আমি চাই, আমার ছোট ছেলে সত্যিকারের কিছু ভালো চরিত্র দেখে বড় হোক। যাতে সে ভাবে, আমার বাবা একজন বড় তারকা।’


শাহরুখ খান ও গৌরী খান। ছবি: আইএএনএস
আরিয়ান খান তাঁর বাবা শাহরুখ খানকে উপদেশ দিয়েছেন। আগামী তিন-চার বছরে শাহরুখ খান এমন সব ছবিতে অভিনয় করেন, যাতে আবরাম তাঁর বাবাকে নিয়ে গর্ব করতে পারেন। আর শাহরুখ খানও কথা দিয়েছেন, তিনি এর জন্য কঠোর পরিশ্রম করবেন।

অন্যদিকে, স্ত্রী গৌরী খান শাহরুখ খানকে স্বামীর ‘চরিত্রে’ দিয়েছেন দশে দশ। বলেছেন, শাহরুখ খান জীবনসঙ্গী হিসেবে শতভাগ ‘পারফেক্ট’।

বরগুনার আলো