• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

কেমন আছেন নায়ক ফারুক?

বরগুনার আলো

প্রকাশিত: ৭ জুন ২০২১  

আকবর হোসেন পাঠান (ফারুক)। ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে তার দেখভাল করছেন স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকে তিনি গণমাধ্যমকে নিয়মিত বরেণ্য এই তারকার শারীরিক অবস্থার খবর জানান।

ফারহানা পাঠান সম্প্রতি বলেন, ‘ফারুকের খুব ধীরগতিতে উন্নতি হচ্ছে। তার রক্তে ইনফেকশন, মস্তিষ্কে সমস্যা রয়েছে। ডাক্তার বলেছেন, এই সমস্যা ঠিক হয়ে যাবে প্রাকৃতিকভাবেই। তবে একটু সময় লাগবে। 

মার্চের ৪ তারিখ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন ফারুক। এরমধ্যে সর্বমোট ১০/১২ দিন তিনি কেবিনে, বাকি দিনগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। 

সবার কাছে ফারুকের জন্য দোয়া প্রার্থনা করে ফারহানা পাঠান আরও বলেন, ‘আমি যেন ফারুককে নিয়ে ঢাকায় ফিরতে পারি। তার শারীরিক অবস্থা যেন আরও ভালোর দিকে যায়। সবার কাছে সেই দোয়া চাই।’

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। এর আগে গত বছরের অক্টোবর মাসের শেষ দিকে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ফারুক। তখন থেকেই তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন, বেশকিছু শারীরিক জটিলতা থাকায় ফারুকের শরীর খারাপ হতে পারে। সেজন্য তিনমাস পর পর রুটিন চেকআপ করাতে হবে। 

উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবেসে মিয়া ভাই বলে ডাকেন। যদিও তার পুরোনাম আকবর হোসেন পাঠান ফারুক। অভিনেতার পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী ও সংসদ সদস্য।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সাংসদ তিনি। 

বরগুনার আলো