• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

মারিওপোলে রোববারের মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব রাশিয়ার

বরগুনার আলো

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

ইউক্রেনের প্রধান বন্দর শহর মারিওপোলে যুদ্ধরত সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেনাদের এই প্রস্তাবে সাড়া দেওয়ার শেষ সময়ও নির্ধারণ করে দিয়েছে মস্কো।

রাশিয়ার সরকার বলেছে, ইউক্রেনীয় সৈন্যরা এবং তাদের ‘বিদেশি ভাড়াটেরা’ এখনও মারিওপোলে লড়াই করছেন। অথচ শহরটির প্রায় নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া।

তাই মস্কোর স্থানীয় সময় রোববার ৬টা থেকে ১টার মধ্যে সেনারা তাদের অস্ত্র জমা দিতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

 

 

তবে যেসব সৈন্য যুদ্ধ বন্ধ না করতে অস্বীকার করেছেন, তাদের কী করা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে। রাশিয়া সরকারের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবটি ‘বিশুদ্ধভাবে মানবিক নীতির’ ভিত্তিতে করা হচ্ছে।

রাশিয়া বলছে, শহরটিতে অবস্থান করা অবশিষ্ট ইউক্রেনীয় সৈন্যরা আজভস্টাল স্টিলওয়ার্কস এলাকার আশপাশে একটি ছোট এলাকায় রয়েছেন। সারারাত ৩০ মিনিট পরপর আজভস্টালে অবস্থান করা সৈন্যদের আত্মসমর্পণের প্রস্তাবের ব্যাপারে বিশদভাবে জানাবে রাশিয়ার বাহিনী। এজন্য একটি ‘নিরবচ্ছিন্ন সম্প্রচার’ চালাবে তারা।

এই সম্প্রচারে সৈন্যরা কিয়েভ থেকে আত্মসমর্পণের অনুমতির জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে উৎসাহিত হবেন বলেও মনে করছে রাশিয়া।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, মারিওপোলের অবশিষ্ট যোদ্ধাদের ‘নিপাত’ করা রাশিয়ার সঙ্গে আলোচনার অবসান ঘটাবে।

মারিওপোলে এর আগে মার্চেও একবার ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে সেই প্রস্তাব ওইদিনই প্রত্যাখ্যান করেছিল কিয়েভ।

বরগুনার আলো