• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফল পরামর্শদাতা হতে করণীয়

বরগুনার আলো

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

জীবন চলার পথে আমরা অনেক সময় কোন কাজ শুরুর প্রারম্ভে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে ভোগী। এ সময় প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনা পরামর্শ বা কাউন্সেলিং-এর। শিক্ষা স্বাস্থ্য ক্যারিয়ার রাজনীতি সামাজিক অর্থনৈতিক ও পরিবারসহ হেন বিষয় নেই যার জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় না। এ কাজটি যিনি বা যারা পূর্ণ আমানতদারিতা ও বিশ্বস্ততার সঙ্গে সুচারুরূপে সম্পন্ন করেন তারাই হলেন সফল কাউন্সিলর।

জ্ঞানের সকল শাখায় বিচরণের পাশাপাশি তাকে অর্জন করতে হয় নৈতিক মানবিক গুণাবলী। কারণ তার একটি সুপরামর্শ যেমন একজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে ঠিক তেমনি একটি ভুল পরামর্শ একজন মানুষের জীবনকে করে তুলতে পারে দুর্বিষহ। একজন কাউন্সিলরকে তাই কাউন্সেলিংয়ের জন্য নিজেকে সময় নিয়ে প্রস্তুত করতে হয়।

কাউন্সেলিংয়ের জন্য সময় বের করুন

যত কাউন্সেলিং করবেন, তত আপনার অভিজ্ঞতা ও বিচক্ষণতা বাড়বে। সঠিক পরামর্শ দেয়ার সামর্থ্য সৃষ্টি হবে। কোথাও আলোচনা থাকলে অনুষ্ঠান শেষে শ্রোতাদের সঙ্গে কথা বলার জন্য কিছু সময় হাতে রাখুন। এতে আপনার আলোচনার গ্রহণযোগ্যতা বহুগুণে বেড়ে যাবে। আপনার প্রতি শ্রোতার যে আস্থা বা আকর্ষণ সৃষ্টি হয়েছে তা পূর্ণতা পাবে। কাউন্সেলিংয়ের সময় নতুন কোন উপলব্ধি হলে তা লিখে রাখুন।

হৃদয়ে মমতা লালন করুন

মমতা সবসময় গড়ে। তাই কাউন্সিলর হিসেবে মমতাময় হোন। পরামর্শ প্রার্থীকে প্রশান্ত করুন, তার মধ্যে ঘুরে দাঁড়ানোর প্রেরণা সৃষ্টি করুন। জাতি ধর্ম বর্ণ গোত্র ধনী গরিব সবার জন্যই সমমর্মী ও হৃদয়ে মমতা লালন করুন।

সেবক হোন

আমি তার কত উপকার করলাম, বা আমার কাছেই তো আসতে হবে-এ জাতীয় চিন্তা পুরোপুরি বর্জন করতে হবে। কাউন্সিলর হতে পারার জন্য মহান স্রষ্টার কাছে সর্বদা কৃতজ্ঞ থাকুন। সবসময় ভাবুন কাউন্সেলিংয়ের মাধ্যমে আমি এ মানুষটির সেবা করার সুযোগ পেলাম। আসলে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি একটি বড় সৎকর্মের সাথে নিজেকে নিয়োজিত করতে পারছেন।

সময় ও ব্যক্তির মধ্যে সমন্বয় করুন

পুরনোদের সঙ্গে যোগাযোগ রাখুন, কিন্তু নতুনদেরকেও সময় দিন। খেয়াল রাখুন, প্রায়ই নির্দিষ্ট দু’একজন সময় নিয়ে যাচ্ছে কি না। কারণ কেউ না কেউ সবসময়ই সব বিষয় নিয়ে কাউন্সিলরদের সাথে কথা বলতে চাইতে পারেন। এক্ষেত্রে নতুন পরামর্শপ্রার্থীকে সময় দিন।

ধৈর্য্যধারণ করতে শিখুন

দুর্যোগ বা বিপর্যয়ের পর প্রাকৃতিক নিয়মেই ভালো সময় আসে। তাই সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের জন্য উৎকন্ঠিত হবেন না। নিজে ধৈর্য্যধারণ করতে শিখুন। তাহলে পরামর্শপ্রার্থীও আপনাকে দেখে ধৈর্য্যধারণ করতে শিখবে। সময়ের প্রবাহে ঘটনার জের শিথিল হতে থাকবে। মনও প্রশান্ত হবে । সমাধানও বেরিয়ে আসবে। 

ইতিবাচক ইমেজ গড়ে তুলুন

মেজাজি বা রাগী নয়; সদাচারী হাস্যোজ্জল ও উষ্ণ হৃদয়ের ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে নিজের ইমেজ তৈরি করুন। তাহলে যে কেউ যেকোন বিষয়ে নিঃসংকোচে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবেন।

অবহিত থাকুন

একজন কাউন্সিলর যে বিষয়ে পরামর্শ প্রদান করবেন সে বিষয়ে আদ্যোপান্ত জানা জরুরি। এছাড়াও তাকে সমসাময়িক বিষয়সহ সকল বিষয়ে তথ্য উপাত্ত আপডেট থাকতে হবে। 

বরগুনার আলো