• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ হানিফের আজ ৭৬তম জন্মবার্ষিকী

বরগুনার আলো

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ হানিফের ৭৬তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৪৪ সালের এ দিনে পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের অসহযোগ ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া ঢাকা-১২ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে প্রতিমন্ত্রীর মর্যাদায় সংসদের হুইপ করা হয় তাকে। পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগ পুনর্গঠনসহ নব্বইয়ের দশকের গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ হানিফ।

তিনি ১৯৭৬ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৪ সালে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হয়ে টানা আট বছর এ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকার বিরোধী আন্দোলনে `জনতার মঞ্চ` গড়ে তুলে সরকারের পতন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, তিনি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকালে দলের অন্য নেতাদের সঙ্গে ট্রাকের ওপর মানববর্ম তৈরি করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। ওই হামলায় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গ্রেনেডের স্প্লিনটার বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার মুক্তাঙ্গনে ১৪ দলের সমাবেশে বক্তব্য রাখাকালে মস্তিস্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন মোহাম্মদ হানিফ। দেশে-বিদেশে দীর্ঘদিন চিকিৎসা শেষে ওই বছরের ২৭ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।

বরগুনার আলো