• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে

রাস্তায় গান গাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অর্ধশত

বরগুনার আলো

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা দিয়ে গান গেয়ে বাড়ি ফেরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশত জন আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিকভাবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। রোববারের (৫ এপ্রিল) এ ঘটনায় বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, করোনাভাইরাসের মতো দুর্যোগময় সময়েও বিএনপির দলীয় কোন্দল ও হট্টগোল থেমে নেই। এ কারণে তারা এমন ঘটনা ঘটিয়েছে।

দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছড়া গ্রামে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের বর্তমান সাংসদ আবদুস সাত্তার ভূঁইয়ার রাজনৈতিক গ্রুপের একজন সমর্থকের সঙ্গে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ও সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা গ্রুপের সমর্থকদের রাস্তায় গান গেয়ে হেঁটে যাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কমপক্ষে ৫০ জন আহত হন। শুধু তাই নয়, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ব্যাপারে জানতে সাংসদ আবদুস সাত্তার ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষের এ ঘটনা সম্পর্কে তিনি সরাসরি অবহিত নন। তবে শুনেছেন এরকম একটা ঘটনা ঘটেছে। এতে তার সমর্থক গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়েও তার কাছে বিস্তারিত তথ্য নেই। কিন্তু তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে নিশ্চিত করেন।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, এ কাজ কোনভাবেই তার সমর্থকরা করতে পারেন না। কারণ তারা যথেষ্ট ভদ্র এবং সভ্য। যদি এমন কিছু হয়েও থাকে, তবে তা তার সমর্থকরা স্বপ্রণোদিত হয়ে করেনি। কারণ তারা তেমন প্রকৃতিরই নয়। তবে এটা হতে পারে, নিজেদের রক্ষা করতে গিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে দেশের রাজনৈতিক বিশিষ্টজনরা বলছেন, দেশে যখন উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকার নিরলস কাজ করছে, তখন বিএনপি নেতাকর্মীরা মানুষের বিপদে তাদের পাশে না থেকে উপরন্তু নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত। এ থেকে সহজেই অনুমেয়, তারা কতোটা অর্বাচীন এবং জনকল্যাণবিরোধী।

বরগুনার আলো