• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

গুজব সেলের টার্গেট এবার সাবেক অর্থমন্ত্রী, সতর্ক থাকার আহ্বান

বরগুনার আলো

প্রকাশিত: ২৫ জুন ২০২০  

জনসমর্থন হারিয়ে রাজনীতি স্থবির হয়ে পড়লেও গুজব ও মিথ্যাচার সচল রেখেছে দেশ-বিরোধী একটি চক্র। দেশ ও বিদেশ থেকে পরিচালিত গুজব সেলের মাধ্যমে সরকার ও সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত মনগড়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওই চক্রের কর্মীরা।

এরই অংশ হিসেবে এবার সুদূর অস্ট্রেলিয়া থেকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিবারকে নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়েছেন ফজলুল বারী।

ফজলুল বারী তার ফেসবুকে লিখেছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে তার ধানমন্ডির নিজের বাড়িতে উঠতে দিতে চাইছেন না ছেলে শাহেদ মুহিত! বাবা-মাকে বাড়িতে উঠতে না দিলেও বাড়ি ভাড়া করে তাদের থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছেন শাহেদ! শেষ পর্যন্ত নাকি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিজ বাড়ির দখল পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী, যা সম্পূর্ণ মিথ্যাচার ও গুজব।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক অর্থমন্ত্রীর পরিবারে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। তাছাড়া ধানমন্ডিতে তার কোন বাড়ি নেই। তিনি বর্তমানে তার ছেলে ও পুত্রবধূসহ পুরো পরিবার নিয়ে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে থাকেন। এর আগে তিনি গুলশান-২ নম্বরে ছিলেন। পরিবারের সবার সঙ্গেও দারুণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সাবেক এই মন্ত্রীর। এমনকি তার পুত্রবধূকে তিনি সব সময়ই তার মেয়ের মতো স্নেহ করেন এবং তার পুত্রবধূ মানতাহাও তাকে বাবার মতোই সম্মান ও শ্রদ্ধা করেন। পরিবার নিয়ে অবসর জীবন সুখেই কাটাচ্ছেন বলেও জানা গেছে।

এদিকে তথ্য বলছে, বিভিন্ন সময়ে সরকারের বর্তমান ও সাবেক মন্ত্রী এবং এমপিদের ব্যাপারে গুজবের ঘটনা এটাই প্রথম নয়। দেশ ও দেশের বাইরে থেকে সরকার ও সরকারি দলের নেতা-কর্মীদের টার্গেট করে করে মুখরোচক তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে একটি কুচক্রী মহল। জনগণকে বিভ্রান্ত করতেই তারা কৌশলে মিথ্যাচার ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশ-বিরোধী একটি চক্র বিভিন্ন সময়ে মনগড়া তথ্য দিয়ে মিথ্যাচার করছে। দেশের বিশিষ্টজনদের হেয়প্রতিপন্ন করতে টার্গেট করে বানিয়ে বানিয়ে মিথ্যাচার ও গুজব ছড়ানো হচ্ছে। করোনা সংকটেও তাদের এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

দেশ-বিদেশে বসে গুজব সেলের নেতারা এসব অপকর্ম করছেন। দেশের একজন বয়োজ্যেষ্ঠ ও স্বনামধন্য সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে ছড়ানো এই গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। গুজব ছড়িয়ে শুধুমাত্র জনগণের ঘৃণাই পাবে তারা। কারো সম্মানহানি করে কেউ কখনো সম্মানিত হতে পারে না।

বরগুনার আলো